ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলা ॥ দুই আসামির সাজা কমে যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:৪৪, ১৭ অক্টোবর ২০১৮

ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলা ॥ দুই আসামির সাজা কমে যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার ॥ নিজ বাসায় সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যার আলোচিত ঘটনায় ফাঁসির দ-প্রাপ্ত দুই আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস ও বিচারপতি এ এস এম আবদুল মবিনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সাজা কমে যাবজ্জীবন পাওয়া দুই আসামিরা হচ্ছে নিহত ফরহাদ খার ভাগ্নে নাজিমুজ্জামান নয়ন ও তার বন্ধু রাজু আহমেদ। এ দু’জনকে বিচারিক আদালত প্রাণদ- দিয়েছিল। গত ১১ অক্টোবর মৃত্যুদ-ের আদেশের বিরুদ্ধে আসামিপক্ষ আপীল করে। আপীল এবং তাদের ডেথ রেফারেন্সের ওপর (মৃত্যুদ-াদেশ অনুমোদনের জন্য অবেদন) শুনানির পর এমন রায় দিল হাইকোর্ট। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নিয়েছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল ও সহকারী এ্যাটর্নি জেনারেল আবুল কালাম আজাদ খান। আদালতে আসামি পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী, আব্দুল মতিন খসরু, আহছান উল্লাহ ও সুব্রত ব্রত সাহা।
×