ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝুঁকিপূর্ণ জঞ্জাল

ইন্টারনেট ও ক্যাবল টিভির তার সরিয়ে দিচ্ছে ডেসকো

প্রকাশিত: ০৫:৪৪, ১৭ অক্টোবর ২০১৮

ইন্টারনেট ও ক্যাবল টিভির তার সরিয়ে দিচ্ছে ডেসকো

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে বৈদ্যুতিক খুঁটি কিংবা বাসা-বাড়ির কোণায় ঝুলানো ইন্টারনেট এবং ক্যাবল টিভির ক্যাবল সরিয়ে দিচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। এ সব ঝুলে থাকা তারে অহরহ দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য্য। ঝুঁকিপূর্ণ এসব ক্যাবল অপসারণের আগে নোটিস দিয়ে রাজধানীর মিরপুর এলাকায় ঝুঁকিপূর্ণ ক্যাবলগুলো সরাতে বলেছিল ডেসকো। কেবল টিভির অপারেটর ও আইএসপির মালিকরা তাতে কর্ণপাত করেনি। এখন ডেসকোই উদ্যোগী হয়ে তারগুলো কেটে দিচ্ছে। ডেসকো জানিয়েছে, সম্প্রতি ডেসকোর রূপনগর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম শাহ সুলতান স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে সংশ্লিষ্টদের। কেবল অপারেটর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কাছে পাঠানো চিঠিতে ডেসকোর অপসারণের আগে তারগুলো সরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
×