ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নির্বাচনে সীমিত আকারে ইভিএমের ব্যবহার হবে ॥ সিইসি

প্রকাশিত: ০৫:০২, ৬ অক্টোবর ২০১৮

 নির্বাচনে সীমিত  আকারে ইভিএমের  ব্যবহার হবে ॥ সিইসি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএম ব্যবহারের সম্ভাবনা নেই, তবে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধিত হলে আগামী নির্বাচনে সীমিত আকারে ইভিএমের ব্যবহার হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শুক্রবার বিকেলে সিলেটে উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সিলেট নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে চলমান উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টলে ইভিএমের মাধ্যমে প্রতীকী ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে ফলাফলও ঘোষণা করেন সিইসি। তিন দিনব্যাপী এ উন্নয়ন মেলা বৃহস্পতিবার সকালে শুরু হয়। সিইসি নুরুল হুদা শনিবার সুনামগঞ্জ সফর করবেন। উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ’ স্লোগান নিয়ে সিলেটসহ দেশের ৬৪টি জেলায় অনুষ্ঠিত উন্নয়ন মেলার দ্বিতীয় দিন ছিল শুক্রবার। সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সেবা স্টলসহ বিভিন্ন ধরনের স্টল রয়েছে। সকল সরকারী-বেসরকারী ব্যাংক, বীমা, সেবা প্রতিষ্ঠান, এনজিও সংস্থার সহযোগিতায় সিলেট নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে স্টল রয়েছে ১৩৬টি। সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি স্টলে রয়েছে দীর্ঘ লাইন ও উপচে পড়া ভিড়। বিদেশ গমনেচ্ছুকদের প্রশিক্ষণের সনদ নিতে আসা প্রশিক্ষণার্থীর দীর্ঘ লাইন। গত তিনদিন আগে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সিলেট কারিগরি প্রশিক্ষণ অফিস সূত্র জানায় গত বুধবার ৬শ’ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়েছেন। তাদেরকে প্রশিক্ষণের সনদ দেয়া হচ্ছে। উন্নয়ন মেলায় ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সিলেটের বিভিন্ন সরকারী দফতরের উন্নয়নমূলক কর্মকা-ের সচিত্র অগ্রগতি সম্পর্কে বিস্তারিতভাবে বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছে।
×