ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় দ্বারে দ্বারে মনোনয়ন প্রত্যাশীরা

প্রকাশিত: ০৬:৪১, ৩০ সেপ্টেম্বর ২০১৮

কলাপাড়ায় দ্বারে দ্বারে মনোনয়ন প্রত্যাশীরা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৯ সেপ্টেম্বর ॥ কলাপাড়া-রাঙ্গাবালী উপজেলা এবং পুলিশি থানা মহিপুর আসনের উন্নয়ন এক কথায় বিস্ময়কর। রয়েছে চলমান একাধিক মেগাপ্রকল্প। পায়রা সমুদ্রবন্দর। একাধিক বিদ্যুত প্লান্ট নির্মাণ কাজ। শের-ই-বাংলা নৌঘাঁটি নির্মাণ। অভ্যন্তরীণ শত কিলোমিটার পাকা সড়ক নির্মাণ হয়েছে। প্রায় ৭০ ভাগ মানুষ পেয়েছেন বিদ্যুত সুবিধা। দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন নির্মাণ করা হয়েছে। রাঙ্গাবালীকে উপজেলায় উন্নীত। মহিপুরে পুলিশী থানা গঠন। কুয়াকাটাকে পৌরসভায় রূপান্তরিত করা। তিনটি সেতু নির্মাণসহ আরও সেতুর নির্মাণ কাজ চলমান রয়েছে। এক কথায় বিস্ময়কর এ উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যদিও ২০০১ সাল থেকে টানা তিন বার নির্বাচিত সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমানের হাত ধরে এগিয়ে চলছে। তারপরও একাদশ সংসদ নির্বাচনে সম্ভাব্য অসংখ্য মনোনয়নপ্রত্যাশীর রয়েছে গণসংযোগ। সবাই নিজেকে যোগ্য প্রার্থী দাবি করে এগিয়ে চলছেন। চালাচ্ছেন প্রচার। ব্যস্ত সময় পার করছেন প্রত্যাশী প্রার্থীরা। এর মধ্যে অন্যতম কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন। তিনি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বালিয়াতলী বাজার, ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজার, তুলাতলী, চাপলী বাজার, লক্ষ্মী বাজার, আলীপুর-মহিপুর বন্দর, তেগাছিয়া বাজার ও নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে ব্যবসায়ী ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। নিজেও মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। নাসির উদ্দিন কলাপাড়ায় চলমান উন্নয়ন কর্মকা-ের এসব ফিরিস্তি তুলে ধরেন। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে একাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। সৈয়দ নাসির উদ্দিন জানান, তিনি ১৯৬৯ সালে কলাপাড়া থানা ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেন। ’৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহিরুল হল শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ’৮৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিরি সহ-সভাপতি ছিলেন। সৈয়দ নাসির উদ্দিন জানান, গত ৭ দিনে তিনি অন্তত ১০ স্পটে গণসংযোগে করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান।
×