ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০৬:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০১৮

শেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৬ সেপ্টেম্বর ॥ শেরপুরে বজ্রপাতে মজিবর রহমান জামাল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর পশ্চিম দড়িপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত মজিবর স্থানীয় মৃত বাদশা মিয়ার ছেলে। জানা যায়, সদর উপজেলার চরশেরপুর পশ্চিম দড়িপাড়া গ্রামের কৃষক মজিবর রহমান জামাল দুপুর ২টার দিকে মাঠে বৃষ্টির সময় কৃষি কাজ করছিল। ওই সময় আকস্মিক বজ্রপাত ঘটলে সে ঘটনা স্থলেই মারা যায়। গজারি বন থেকে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে গজারি বনের ভেতর থেকে মঙ্গলবার রাতে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-কাপাসিয়া উপজেলার চরপাবুর এলাকার হানিফ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৫), সদর উপজেলার হালডোবা এলাকার ইয়াসিন শেখের ছেলে সিরাজুল ইসলাম (৩৮) এবং রুদ্রপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৫)। জয়দেবপুর থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, সদর উপজেলার হোতাপাড়া এলাকায় গজারি বনের ভেতরে মঙ্গলবার মধ্যরাতে অবস্থান নিয়ে ১৫/১৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। উনিশ শিক্ষার্থী গণহিস্টোরিয়ায় আক্রান্ত নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৬ সেপ্টেম্বর ॥ সীতাকু-ের ভাটেরখীল উচ্চ বিদ্যালয়ে হিস্টেরিয়ায় আক্রান্ত হয়ে দশম শ্রেণীর ১৯ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে। একই শ্রেণীর শিক্ষার্থীরা একের পর এক এ রোগে আক্রান্ত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকের পাশাপাশি চিন্তিত রয়েছেন অভিভাবকরা। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ১০ শিক্ষার্থী চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেলেও এখনও সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন, জিন্নু আক্তার, সাজেদা আক্তার, আছমা, নাফিজা আক্তার, ইশরাত সুলতানা, ইশরাত জাহান, সাজেদা ও সাদিয়া আক্তার। ভাটেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন জানান, ‘গত মঙ্গলবার বিদ্যালয় চলাকালে দশম শ্রেণীর ১০ জন শিক্ষার্থী হঠাৎ অজ্ঞান হয়ে যান।
×