ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধ্রুব গুহর গান আলোচনায়

প্রকাশিত: ০৪:২১, ২৩ সেপ্টেম্বর ২০১৮

ধ্রুব গুহর গান আলোচনায়

স্টাফ রিপোর্টার ॥ শিল্পী হিসেবে প্রথম দিকে গাওয়া একটি গান নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন শিল্পী ধ্রুব গুহ। তার গাওয়া ‘যে পাখি ঘর বোঝেনা’ শিরোনামের গানটি সম্প্রতি ২ কোটি ভিউয়ার্সের গন্ডি পেরিয়েছে। গানটি রচনার পাশাপাশি সুর করেছেন প্লাবন কোরেশী। সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। ২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউবে গানটি প্রকাশ হয়। ধ্রুব গুহর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত এটি ছিল দ্বিতীয় গান। গানটি আরও একটি আনঅফিসিয়াল সাইটে প্রায় কোটি ভিউ ছুঁই ছুঁই করছে। এর আগে তার প্রথম প্রকাশিত গান ‘শুধু তোমার জন্য’ এবং তৃতীয় প্রকাশিত গান ‘আদরে রাখিও বন্ধু’ কোটি ভিউয়ের মাইল ফলক অতিক্রম করে। এ দুটি গানের কথা ও সুর করেছেন প্রিন্স রুবেল আর সঙ্গীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম। এ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, একটি গান ইউটিউবের একটি চ্যানেলেই দুই কোটি মানুষ শুনেছে, তার চেয়েও বড় কথা হাজার হাজার পজেটিভ মন্তব্য করেছে, একজন সঙ্গীত শিল্পীর এর থেকে বড় সার্থকতা আর কি হতে পারে? প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই স্রষ্টার প্রতি। এরপর গানের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি। ভালবাসা আর কৃতজ্ঞতা সকল দর্শক-শ্রোতার প্রতি। তাদের ভালবাসার ফসলই আমি আজকের সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ। এ শিল্পী আরও বলেন, ভিউ সংখ্যা বাড়লেই একটি গান জনপ্রিয়, একথা বলা যাবে না। দেখতে হবে ভিউ সংখ্যার পাশাপাশি দর্শকের মন্তব্য, লাইকের বিষয়, লোকমুখে গানটি শোনা যায় কিনা সেই বিষয়টিও। সব মিলিয়ে আমি নি:সন্দেহে ভাগ্যবান। দর্শক-শ্রোতাদের এই ভালবাসার প্রতিদান প্রত্যক্ষভাবে দেয়ার সুযোগ আমি পাবো না। তাইতো গানের সঙ্গে যুক্ত থেকে তাদের ভালবাসার প্রতিদানে একটু হলেও ভালবাসা তাদের প্রতি বিলিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত ধাকবে। প্রসঙ্গত, গত জুলাই মাসে প্রকাশিত হয়েছে এই শিল্পীর পঞ্চম গান ‘তোমার ইচ্ছে হলে’। এর বাইরেও ধ্রুব গুহ তার নতুন গান নিয়ে কাজ করে যাচ্ছেন পুরোদমে। পাশাপাশি গানকে ভালবেসে তার যতেœ গড়া অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে মান সম্মত বাংলা গান দর্শক-শ্রোতাদের নিয়মিতভাবে উপহার দিয়ে যাচ্ছেন।
×