ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটের তিন আওয়ামী লীগ নেতাকে শোকজ

প্রকাশিত: ০৫:৫৩, ১১ সেপ্টেম্বর ২০১৮

সিলেটের তিন আওয়ামী লীগ নেতাকে শোকজ

বিশেষ প্রতিনিধি ॥ দলে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে আওয়ামী লীগ। দুই দফা বোঝানোর পরও কাজ না হওয়ায় এবার কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে দলটি। জানা গেছে, যেসব নেতারা এমপিদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন তাদের কাছে কারণ জানতে চেয়ে শোকজ নোটিস পাঠানো হয়েছে। সোমবার এ চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ চিঠির জবাব ১৫ কার্য দিবসের মধ্যে দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট নেতাদের বহিষ্কার করা হবে। একই সঙ্গে যেসব এমপিদের অবাঞ্ছিত করা হচ্ছে তাদেরকেও চিঠি দিয়ে তৃণমূলের সঙ্গে অনৈক্যের কারণ জানতে চাওয়া হয়েছে। সতর্ক করা হবে তাদেরও। এমপিকে অবাঞ্চিত ঘোষণার দায়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ যাদের কাছে নোটিস পাঠিয়েছে তারা হলেন- দিনাজপুরের জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক, বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির, জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু।
×