ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

এশিয়া কাপে প্রত্যাশা পূরণ করতে চান মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:০৪, ৩১ আগস্ট ২০১৮

এশিয়া কাপে প্রত্যাশা পূরণ করতে চান মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেক প্রত্যাশা। তার কাছ থেকে আবারও বিষযুক্ত কাটার এবং সেই কাটারে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা একের পর এক বিধ্বস্ত হচ্ছেন তা দেখতে চান সবাই। মুস্তাফিজ এবার এশিয়া কাপে সেই প্রত্যাশা পূরণ করতে চান। ব্যক্তিগত লক্ষ্যের কথা জানতে চাইলে বৃহস্পতিবার মুস্তাফিজ জানিয়েছেন, ‘তেমন কোন লক্ষ্য নেই। তবে চেষ্টা করব ভাল করার। আমার কাছে অনেকের প্রত্যাশা থাকে। চেষ্টা থাকবে আমি যেন সেই প্রত্যাশা পূরণ করতে পারি।’ দলে নতুন কোচ এসেছে। মুস্তাফিজের কাছে নতুন কোচকে ভালই লাগছে। জানালেন, ‘সবকিছু মিলিয়ে ভাল তো লাগারই কথা। আগে হাথু (চন্দিকা হাথুরুসিংহে) ছিলেন, এখন নতুন কোচ এসেছে। একেক কোচের পরিকল্পনার ধরন একেক রকম হয়, আলাদা আলাদা হলেও খুব বেশি পরিবর্তন অবশ্য নেই। এই কোচের পরিকল্পনাও একটু ভিন্ন। সবাই যদি আমরা মেনে চলতে পারি তাহলে সামনে অগ্রসর হওয়া সম্ভব।’ ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরি থেকে ফিরে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলেছেন মুস্তাফিজ। ভালই বোলিং করেছেন। তবে মুস্তাফিজের কাছ থেকে আরও বেশি পাওয়ার আশা থাকে। মুস্তাফিজও শতভাগ দিতে পারেননি বলেই জানিয়েছেন, ‘ওয়েস্ট ইন্ডিজে নিজের শতভাগ বোলিং করতে পারিনি। আমি বলব, আমি নিজের সামর্থ্যরে ৬০ ভাগ দিতে পেরেছি। পেস বোলারদের রিদমের বিষয় আছে। রিদম ভাল থাকলে মারও পড়তে পারে, আবার ভালও করতে পারি। আমি এখন সুস্থ আছি। তবে আমার রিদমটা আরও ভাল হওয়া সম্ভব। আমার মনে হয়, এখনও সব জায়গায় উন্নতি করার সুযোগ আছে।’ সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ হবে। ১৫ সেপ্টেম্বর শুরু হবে। শেষ হবে ২৮ সেপ্টেম্বর। প্রচুর গরম সেখানে। মুস্তাফিজ গরমকে বিশেষ আমলে নিচ্ছেন না। তবে উইকেটকে আমলে নিচ্ছেন, ‘সেখানকার গরম প্রায় আমাদের দেশেরই মতো। অত আহামরি পরিবর্তন নেই। আমি ২০১৪ সালে খেলেছিলাম, অনুর্ধ-১৯ বিশ্বকাপে। তখন যে মাঠে খেলেছি সেই মাঠেই এবার খেলা হবে। সবকিছু প্রায় আমাদের মতোই হবে। এখন এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) কি উইকেট দেয়, সেটা দেখার বিষয়।’ পেস বোলিং ইউনিটটা ওয়েস্ট ইন্ডিজ সফরে টি২০তে বেশ ভাল করেছে। সেই রিদম ধরে রাখতে চান মুস্তাফিজ, ‘সবাই কমবেশি ভাল করছে। আমরা শেষ ওয়ানডে ও টি২০ সিরিজ জিতেছি। সবাই ভাল রিদমে আছে। আশাকরি এই রিদমটা সামনে কাজে লাগবে।’ আগের মুস্তাফিজ ও এখনকার মুস্তাফিজে পরিবর্তন কী? তিনি জানান, ‘আমার কাছে মনে হয় না খুব বেশি পরিবর্তন এসেছে। আমি আগে সাধারণ মুস্তাফিজ ছিলাম। আগে কেউ চিনতো না। আর এখন আমাকে মানুষ চিনে। এছাড়া আর কোন পরিবর্তন নেই।’
×