ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

আজ দীপু হাজরার ‘যে গল্পের শেষ নেই’

প্রকাশিত: ০৭:৩৯, ২৮ আগস্ট ২০১৮

আজ দীপু হাজরার ‘যে গল্পের শেষ নেই’

স্টাফ রিপোর্টার ॥ বিশেষ দিবসের নাটক নির্মাণে পরিচালক দীপু হাজরার জুড়ি নেই। এই ঈদেও তার বেশ ক’টি নাটক প্রচার হয়েছে। বিশেষ দিবসের নাটক মানেই দীপু হাজরার চমক। সব সময় বেছে বেছে কাজ করেন বলেই নির্মাতাদের অঙ্গনে তথা সংস্কৃতি অঙ্গনে অনেকটাই জনপ্রিয় নির্মাতা হিসেবে পরিচিত দীপু হাজরা। ঈদের অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় আজ সপ্তম দিন রাত ৮-৩০ মিনিটে প্রচার হবে দীপু হাজরা পরিচালিত বিশেষ নাটক ‘যে গল্পের শেষ নেই’। নাটকটি রচনা করেছেন পারভেজ ইমাম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, নাবিলা ইসলাম, মনোজ কুমার প্রামাণিক, আজমেরী আশা, আসিফ মো : নজরুল প্রমুখ। বাঁধন ড্রিম ভিশনের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বোরহান খান। ‘যে গল্পের শেষ নেই’ নাটকের গল্পে দেখা যাবে সুমন আর মোহনা একে অপরকে ভালবাসে। সুমন ব্যবসার কাজে নেপালে আসে। নেপালে গিয়ে তারা একটা হোটেলে দুটি রুম নিয়ে ওঠে। এতে সুমন কিছুটা মনক্ষুণœ হলেও মোহনার কারণে সে কিছু বলে না। কারণ মোহনার জন্যই সুমন আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নেপালে আসার পর সুমন আর মোহনার মাঝে বিভিন্ন ঘটনা থাকে, যা সুমনকে বিস্মিত করে। কারণ যে সব ঘটনা সুমনের সঙ্গে ঘটেছে, তা তার ঘটে যাওয়া অতীতের ঘটনা। এমনই নানা ঘটনার পরিক্রমায় ঘটতে থাকে ঈদের বিশেষ নাটক ‘যে গল্পের শেষ নেই’। বরাবরের মতো এই নাটকটিও দর্শকদের ভাল লাগবে এমনটাই আশা করেন নির্মাতা দীপু হাজরা।
monarchmart
monarchmart