ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মোসাদ্দেকের বিষয়ে এখনই কোন সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবি!

প্রকাশিত: ০৭:৩৬, ২৮ আগস্ট ২০১৮

মোসাদ্দেকের বিষয়ে এখনই কোন সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবি!

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত সাফল্য দেখিয়ে অনেকেই পেয়েছেন তারকাখ্যাতি। কিন্তু ব্যক্তিগত জীবনে এই তারকাখ্যাতিকে সম্বল করে নৈতিকতা বিসর্জন দিয়ে যাচ্ছেন অনেক ক্রিকেটার। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে এই বিষয়টি যেন একেবারে ডাল-ভাত হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিবদ্ধ বেশ কয়েকজন খেলোয়াড়ও বিভিন্ন নারীঘটিত ঝামেলায় জড়িয়েছেন। বিষয়টি এখন নিয়মিতই হয়ে গেছে। এ কারণে বিসিবি আগেই জানিয়েছিল জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরও যেহেতু বিষয়টি থামছে না, সেজন্য আরও কঠোর পদেক্ষপ নেয়া হবে। এর মধ্যেই রবিবার জানা গেল উদীয়মান ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে তার স্ত্রীর যৌতুক ও নির্যাতন মামলার খবর। এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন অচিরেই কঠোর পদক্ষেপের ঘোষণা দেয়া হবে। অতীতে নারীঘটিত নোংরামির কারণে আলআমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি, সাব্বির রহমান রুম্মান, মোহাম্মদ শহীদ ও নাসির হোসেন হয়েছেন অভিযুক্ত। এর মধ্যে আলআমিন, রুবেল, আরাফাত, সাব্বির বিভিন্ন সময়ে শাস্তিভোগ করেছেন। নাসির আদতে কোন শাস্তি না পেলেও তিনি জাতীয় দলেই হয়েছেন অবাঞ্ছিত। এরপরও এ ধরনের ঘটনার রেশ কাটছে না। ধারাবাহিকতার প্রক্রিয়ায় এবার জাতীয় দলের তরুণ উদীয়মান ক্রিকেটার মোসাদ্দেকের নামটাও জড়িয়ে গেছে। ২০১২ সালে আপন খালাত বোনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সেই সহধর্মিণী মোসাদ্দেকের বিরুদ্ধে যৌতুক, নির্যাতন এবং বিভিন্ন নারীসঙ্গের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিয়ে আরেকবার বাংলাদেশ ক্রিকেটে শোরগোল পড়ে গেছে। কিছুদিন আগে নাসিরকে নিয়ে ফেসবুক লাইভে এক তরুণী নোংরামির অভিযোগ করে তোলপাড় ফেলে দেন। এর মধ্যেই মোসাদ্দেকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠল। সাব্বির তো নিয়মিতই এমন সব সমস্যার সৃষ্টি করে এখন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ‘ব্যাড বয়ে’ পরিণত হয়েছেন। এ বিষয়ে বিসিবি সিইও নিজামউদ্দিন বলেন, ‘এটা তাদের একান্ত ব্যক্তিগত, পারিবারিক ব্যাপার। অভিভাবক হিসেবে আমাদের যেটা করণীয় আমরা করব। বোর্ডের অবস্থান এসব ব্যাপারে কঠোর হবে এইটুকু বলতে পারি। বোর্ড সভাপতি দেশের বাইরে আছেন। উনি যাওয়ার আগে এসব নিয়ে আলোচনা করেছেন। মোসাদ্দেকের ইস্যু আসার আগে অন্য বিষয় ছিল যেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে যেটা আপনারা শীঘ্রই জানতে পারবেন।’ আপাতত তাহলে কি মোসাদ্দেকের বিপক্ষে কোন পদক্ষেপ নিচ্ছে না বিসিবি? অবশ্য সিইও নিজামউদ্দিনের কথায় এটা স্পষ্ট সম্মিলিতভাবেই অভিযুক্ত সকলের বিপক্ষে কোন ব্যবস্থা নিতে যাচ্ছে বিসিবি। এ বিষয়ে নিজামউদ্দিন আরও বলেন,‘মোসাদ্দেকের ব্যাপারটা যেটা দেখেছি উনার স্ত্রী মামলা করেছেন, যেহেতু ওটা আদালতে চলে গেছে ওটা আদালতের এখতিয়ারে চলে গেছে। আদালতে নিষ্পত্তি হোক। আর আমরা আমাদের বিষয়গুলোকে আমাদের মতো করে দেখব। হয়ত খুব শীঘ্রই বসব, সংশ্লিষ্ট খেলোয়াড়দের ডাকা হবে। তাদের বক্তব্য শুনব।’ ৮০০ মিটার হিটে ২০ জনের মধ্যে সুমী ১৮তম স্পোর্টস রিপোর্টার ॥ ৪০০ মিটার দৌড়ের পর এশিয়ান গেমসের ৮০০ মিটারেও ভাল কিছু উপহার দিতে পারেননি সুমী আক্তার। কোয়ালিফিকেশন রাউন্ডে ২০ প্রতিযোগীর মধ্যে ১৮তম হয়েছেন বাংলাদেশের এই এ্যাথলেট। সোমবার ২ মিনিট ২৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন সুমী। নিজের হিটে সাত প্রতিযোগীর মধ্যে সপ্তম হন তিনি। পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সর্বনিম্ন টাইমিং ২ মিনিট ১০.৫০ সেকেন্ড। ৪০০ মিটারে ৫৭.১৬ সেকেন্ড সময় নিয়ে হিটে নামা ১৮ প্রতিযোগীর মধ্যে ১৪তম হয়েছিলেন সুমী। গত জুলাইয়ে জাতীয় সামার এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি এ ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন ৫৭.৯০ সেকেন্ড সময় নিয়ে।
×