ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছেলেবন্ধু খুঁজে দেবে এ্যাপ

প্রকাশিত: ০৪:৫৭, ২৭ আগস্ট ২০১৮

ছেলেবন্ধু খুঁজে দেবে এ্যাপ

চীন বা জাপানে বান্ধবী ভাড়ার নেয়ার বিষয়টি বহু আগেই থেকেই প্রচলিত। ওই সব দেশে এটি এমনভাবে প্রচলিত যে, মাঝে মধ্যেই মোবাইলে নোটিফিকেশন ভেসে উঠতে পারে, বান্ধবী ভাড়া নিন। নতুন খবর হচ্ছে-এবার বন্ধু ভাড়া নেয়ার ব্যবস্থাও আসছে। বন্ধু ভাড়া নেয়ার এ্যাপ আবিষ্কার করেছেন ভারতের এক প্রযুক্তিবিদ। মুম্বাই ও পুনেতে ইতোমধ্যে লঞ্চ করেছে সেই এ্যাপ-রেন্ট আ বয়ফ্রেন্ড। এমন অভিনব এ্যাপ-এর উদ্ভাবক ২৯ বছর বয়সী কৌশল প্রকাশ। তার বক্তব্য, একটা সময় আমি নিজেও গার্লফ্রেন্ড জোগার করতে না পেরে হতাশায় ভুগেছি। এদেশে বান্ধবী ভাড়া নিন-বললে লোকে শুরুর দিকে ভালভালে বিষয়টাকে নাও নিতে পারে! তাই আপাতত রেন্ট আ বয়ফ্রেন্ড দিয়েই শুরু করলাম। তিনি বলেন, বয়ফ্রেন্ড নেই বলে মন খারাপ করে বসে থাকার দিন শেষ। ডিপ্রেশন, ফার্স্টেশন, সবকিছু কাটিয়ে ফেলতে পারেন এক ঝটকায়। চীন বা জাপানের পর এবার ভারতেও বয়ফ্রেন্ড ভাড়া পাওয়া যেতে পারে এ্যাপ থেকে। -জি নিউজ অবলম্বনে।
×