ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে কৃষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১০, ২৭ আগস্ট ২০১৮

 বাগেরহাটে কৃষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের আলোচিত কৃষক মোখলেছুর রহমানের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার দুপুরে জেলা মোরেলগঞ্জ উপজেলার চরহোগলাবুনিয়া গ্রামের শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসী এ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে গ্রামের সহস্রাধিক লোক হত্যাকারীদের ফাঁসি চাই লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় বক্তব্য দেন, নিহত মোখলেছুর রহমানের স্ত্রী তাসলিমা বেগম, মেয়ে মাকসুদা বেগম, ছেলে সলেমান হোসেন, সাদ্দাম হোসেন, এলাকাবাসী ইয়াসিন, মুজিবর রহমান শিকদার, হুমায়ুন কবির শেখ, রাজ্জাক শেখ প্রমুখ। বক্তারা বলেন, মোখলেছের হত্যার ৮০ দিন পার হলেও পুলিশ কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উপরন্তু নিহতের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এ অবস্থায় আসামিদের গ্রেফতার না করা হলে, গ্রামে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে। আমরা এলাকাবাসী হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই। হত্যাকারীদের ফাঁসি চাই। হোগলাবুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন সোহরাফের নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটেছে। সোহরাফই আইনশৃঙ্খলা বাহিনীকে প্রভাবিত করছে, যার ফলে আসামিদের গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ করেন এলাকাবাসী। উল্লেখ্য, ১৭ জুন সকালে নিরীহ কৃষক মোখলেছকে একই এলকার খলিল হাওলাদার, ইসরাফিল হাওলাদার ও মিজান চকিদার এর নেতৃত্বে ১৭-১৮ জনের একটি সন্ত্রাসী বাহিনী কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে বিকেলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মোখলেছ।
×