ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নদী ভাঙ্গন প্রতিরোধের দাবি

প্রকাশিত: ০৪:০৪, ২৭ আগস্ট ২০১৮

নদী ভাঙ্গন প্রতিরোধের দাবি

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২৬ আগস্ট ॥ পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা, নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচী ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। জানা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শাখাওয়াত হোসেন শওকতের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক সৈয়দ হারুনুর রশীদ, সমন্বয়কারী মাহবুবুর রহমান, সদস্য সচিব হাজী বাবুল হোসেন চৌধুরী, সাবেক সভাপতি উপজেলা ছাত্র কল্যাণ সমিতির আব্দুস সাত্তার, যুব কল্যাণ সমিতির সম্পাদক শাহ্ জালাল প্রমুখ।
×