ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোর ফুটবলারদের অনুশীলন শুরু

প্রকাশিত: ০৭:০৫, ২৬ আগস্ট ২০১৮

 কিশোর ফুটবলারদের অনুশীলন শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ পেশাদারিত্ব কিংবা দেশপ্রেম হয়তো সেভাবে জাগেনি জাতীয় অনুর্ধ-১৫ দলের ফুটবলারদের ভেতর। কিন্তু এই বয়সেই পেশাদারিত্বের খাতিরে কিশোররা বিসর্জন দিল পরিবারের সঙ্গে ঈদের আনন্দ। নীলফামারীতে শুরু হয়েছে অনুর্ধ-১৫ ফুটবল দলের ক্যাম্প। অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে তিন মাস চলবে প্রস্তুতি। বয়স এখনও ১৫ হয়নি। সমবয়সীরা সবাই পরিবারের সঙ্গে ব্যস্ত কুরবানির গরু-খাসি নিয়ে। তবে স্রোতের বিপরীতে দেশের ৩৪ কিশোর। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ফেলে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফে ব্যস্ত বল পায়ে। ২৫ অক্টোবর থেকে নেপালে শুরু হতে যাওয়া অনুর্ধ-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ক্যাম্প চলছে দেশের একপ্রান্তে। ঈদের আনন্দে যেন ঘাটতি না পড়ে সে জন্য ক্যাম্পেই কিশোরদের জন্য কুরবানির ব্যবস্থা করে দিয়েছে বাফুফে। যুব দল কাতারকে হারিয়েছে। বড়দের সাফল্যে ছোটরাও উজ্জীবিত।
×