ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়

প্রকাশিত: ২৩:০৯, ২৪ আগস্ট ২০১৮

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়

অনলাইন রিপোর্টার ॥ ঈদের ছুটি মানেই রাজধানী ঢাকা ফাঁকা হয়ে যাওয়া। এ সময়টায় প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে রাজধানীবাসী ফেরেন গ্রামের বাড়িতে। তাই এ সময় অনেকটাই ফাঁকা হয়ে যায় ঢাকা, থাকেনা যানজট, মানুষের হুড়োহুড়িও চোখে পড়েনা। সর্বত্রই থাকে ছুটির আমেজ। অফিস-আদালত, পোশাক কারখানা আর শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকায় ভিড় বাড়ে শহরের বিনোদন কেন্দ্রগুলোতে। শুক্রবার সকাল থেকেই নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছে নানা বয়সী মানুষ। শিশুপার্ক, চিড়িয়াখানা, জাদুঘর, সিনেমাহলগুলো ছাড়াও মনোরম হাতিরঝিলে বেড়ানো আর আড্ডা হয়েছে জমজমাট। বিনোদনের বিশেষ বিশেষ জায়গাগুলোতে মানুষের ভিড় থাকলেও শহর ছিল ফাঁকা। এই ফাঁকা শহরেও সবাই নিরাপদেই ঘুরতে পারছেন। এদিকে কেউ আবার ঘুরতে যাচ্ছেন কক্সবাজার, কুয়াকাটা, সিলেট বা দেশের বাইরে।
×