ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংসদের ২২তম অধিবেশন ৯ সেপ্টেম্বর শুরু

প্রকাশিত: ০৫:০৫, ২০ আগস্ট ২০১৮

 সংসদের ২২তম অধিবেশন ৯ সেপ্টেম্বর শুরু

সংসদ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন আগামী ৯ সেপ্টেম্বর বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রবিবার এ অধিবেশন আহ্বান করেন। তবে এ অধিবেশন বর্তমান সরকারের মেয়াদে শেষ অধিবেশনও হতে পারে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারের শেষ বছর চলছে এটি। আগামী ২৮ জানুয়ারি দশম সংসদের পাঁচ বছর পূর্ণ হবে। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই হিসেবে অক্টোবর মাস থেকে নির্বাচনের দিনক্ষণ গণনা শুরু হবে। এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশনের বাধ্যবাদকতা রয়েছে। তাই আগামী ২২তম অধিবেশনকেই ধরা হচ্ছে বর্তমান সরকারের শেষ অধিবেশন। তবে সরকার চাইলে এই অধিবেশন এক বা দুদিন বসে মুলতবি করে আবারও বসাতে পারে। এ বিষয়ে সরকারের একাধিক সিনিয়র পার্লামেন্টারিয়ান জানান, যেহেতু বর্তমান সরকারের মেয়াদের একেবারে শেষ সময়, তাই এই অধিবেশনেই শেষ হতে পারে। আবার দু’একদিন বসে মুলতবি করে আবারও বসতে পারে। তবে এখনই বলা যাচ্ছে না। অধিবেশন শুরুর আগে ৯ সেপ্টেম্বর বিকেল চারটায় কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে সব চূড়ান্ত হবে। ফলে আসন্ন অধিবেশনটি সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। অবশ্য ২২তম অধিবেশন দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনেও হতে পারে। সম্ভাব্য শেষ অধিবেশন হিসেবে আসন্ন এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হতে পারে। সর্বশেষ গত ১২ জুলাই সংসদের ২১তম বাজেট অধিবেশন শেষ হয়। ওই অধিবেশন শুরু হয়েছিল গত ৫ জুন।
×