ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মায় নাব্য সঙ্কট ॥ ৯ ড্রেজার দিনরাত কাজ করছে

প্রকাশিত: ০৬:৫৪, ১৭ আগস্ট ২০১৮

পদ্মায় নাব্য সঙ্কট ॥ ৯ ড্রেজার দিনরাত কাজ করছে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস নাব্য সঙ্কটে বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো ব্যাহত হয়। ২১টি ফেরির মধ্যে ৯টি ছোট ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে। রো রো, মিডিয়াম, ডাম্প অপর ফেরিগুলো সম্পূর্ণ বন্ধ রয়েছে। ইতোমধ্যে পাটুরিয়া ঘাটে চাপ কমাতে দুটি রো রোসহ তিন ফেরি সেখানে পাঠানো হয়েছে। আরও ৯টি ফেরি অলস বসে আছে। এতে দক্ষিণাঞ্চলে ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়ায় এখন নানা সঙ্কট। তাই যাত্রীদের দুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে। বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ জানান, এই রুটে গড়ে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার ছোটবড় যান চলাচল করত। আর ঈদের আগে ও পরে বেড়ে দ্বিগুণের কাছাকাছি হয়ে যায়। আর এখন চলছে মাত্র হাজারখানেক, তাও হালকা যান। নাব্য সঙ্কট দূর না হলে এই বিপুল জনগণ চরম ভোগান্তিতে পড়বে। তিনি আরও বলেন বিআইডব্লিউটিসি প্রস্তুত রয়েছে। নাব্য দূর হওয়া মাত্র ফেরি চলবে। আমরা সকলেই ঘাটে অবস্থান করছি। জাতির পিতার মৃত্যু নেই ॥ ড. হারুন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় বিশ^বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। বিশ^বিদ্যালয়ের সিনেট হলে অধ্যাপক নোমান উর রশীদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ তার বক্তব্যে বলেন, স্বাধীনতায় বিশ^াসী কোন বাঙালীর পক্ষে বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব নয়, কেননা বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। একমাত্র মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানপন্থীদের পক্ষেই ১৫ আগস্টের হত্যাকা- সংঘটিত করা সম্ভব। বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করা সম্ভব হলেও, তার আদর্শকে কেউ হত্যা করতে পারেনি, কোনদিন পারবেও না। জাতির পিতার মৃত্যু নেই। তার আদর্শের মৃত্যু নেই, বঙ্গবন্ধু মুজিব মৃত্যুঞ্জয়।
×