ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পোল্ট্রি ও ফিশ ফিডে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক

প্রকাশিত: ০৪:৩৭, ১৩ আগস্ট ২০১৮

 পোল্ট্রি ও ফিশ ফিডে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে পাট পণ্যের ব্যবহার আরও বাড়াতে এবার পোল্ট্রি ও ফিশ ফিডে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এখন থেকে এ দুটি পণ্যসহ ১৯টি পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক। রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’র ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩ এর অধিকতর সংশোধন করে পোল্টিও ফিশ ফিড সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করেছে। গত ৬ আগস্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
×