ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে দুই কিশোরকে অপহরণ ॥ মুক্তিপণ দাবি

প্রকাশিত: ০৭:০৪, ৯ আগস্ট ২০১৮

নারায়ণগঞ্জে দুই কিশোরকে অপহরণ ॥ মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর থেকে আরিফ (১৫) ও তানভির (১৪) নামে দুই কিশোরকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। এ ঘটনায় কিশোর তানভিরের পিতা কাজল মিয়া বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাত আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আরিফ ও তানভির স্থানীয় একটি শিল্পকারখানার শ্রমিক বলে জানা গেছে। পরিবারের অভিযোগ, বুধবার দুপুরে বন্দর উপজেলার লালখারবাগ এলাকার ভাড়াটিয়া কিশোর তানভির ও আরিফ প্রয়োজনীয় কাজে মদনপুর এলাকায় গেলে অজ্ঞাত অপহরণকারীরা তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে একটি গ্রামীণফোন মোবাইল নম্বর থেকে তানভিরের পিতার মোবাইল নম্বরে অপহরণকারীরা ৫০ হাজার টাকার মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় দু’ পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফরিদপুর নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, নগরকান্দা থেকে ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণীর এক কিশোরীকে অপহরণকালে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চার তরুণকে গ্রেফতার করা হয়। এর মধ্যে এক তরুণ মাইক্রোবাস চালক। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার জয়বাংলার মোড় এলাকায় এ উদ্ধার ও গ্রেফতারের ঘটনা ঘটে। গ্রেফতার হওয়া ওই চার তরুণ হলেন, পাশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের সঞ্জিব বালা (২৭) ও বিধান হাওলাদার (২৮) এবং একই উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের চন্দন দাস (২২) ও ওই একই গ্রামের বাসিন্দা মাইক্রোবাস চালক নির্মল সরকার (২৪)। পুলিশ অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করেছে। এ বিষয়ে ওই কিশোরীর মা বাদী হয়ে বুধবার সকালে অপহরণ ও অপহরণে সহযোগিতা করার অভিযোগে ওই চার তরুণকে আসামি করে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।
×