ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসএ গেমসে ফিরছে ক্রিকেট, বাদ হকি

প্রকাশিত: ০৭:০০, ৩১ জুলাই ২০১৮

এসএ গেমসে ফিরছে ক্রিকেট, বাদ হকি

স্পোর্টস রিপোর্টার ॥ সাউথ এশিয়ান গেমসে (এসএ গেমস) নেই হকি। আট বছর পর ফিরছে ক্রিকেট। কাঠমান্ডুতে মাঠ ও অবকাঠামো না থাকায় রাখা হয়নি হকি। তবে বাড়ছে নতুন চারটি ডিসিপ্লিন। মোট ২৭ ডিসিপ্লিন নিয়ে আগামী মার্চে নেপালে শুরু হবে এসএ গেমস। দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ক্রীড়াযজ্ঞ এসএ গেমস। দুই বছর বিরতিতে নিয়মিত আয়োজনের কথা থাকলেও এক বছর পিছিয়েছে। ২০১৯ সালের মার্চে নেপালে বসছে ১৩তম আসর। আট বছর পর গেমসে ফিরছে ক্রিকেট। তবে বাদ পড়েছে হকি। ২০১০ সালে বাংলাদেশে প্রথম যুক্ত হয়েছিল ক্রিকেট। এছাড়া ২৭ ডিসিপ্লিনে নতুন করে যোগ হয়েছে গলফ, কারাতে, প্যারাগ্লাইডিং ও ফেন্সিং। গত আসরে ২৩ ডিসিপ্লিনের মধ্যে ২২টিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। কোচ ও এ্যাথলিটের সংখ্যা ছিল ৪৬৩। ক্রিকেট, গলফ যোগ হওয়ায় এবার বাড়বে প্রতিযোগী ও ইভেন্টের সংখ্যাও। সফল যুব বাংলাদেশ গেমসের পর নেপাল এসএ গেমসে নিয়ে আশাবাদী বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন। সংস্কার শুরু বঙ্গবন্ধু স্টেডিয়ামের স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য সোমবার থেকে সংস্কার শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। ড্রেসিং রুম, ফ্লাডলাইটসহ সংস্কার করা হবে বেশকিছু জায়গায়। হাতে সময় কম থাকায় কোনরকমে জোড়াতালি দিয়ে প্রস্তুত করা হবে স্টেডিয়াম। এছাড়াও আসর শুরুর আগে প্রতিবেশী কোন দেশের সঙ্গে দু’একটা প্রস্তুতি ম্যাচও আয়োজনের পরিকল্পনা আছে বাফুফের। সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপের যে কোন একটি আসর চলাকালে ফিফা সভাপতি ইনফান্তিনো আসার গুঞ্জন শোনা গেলেও আপাতত তা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থাটি। তৃতীয়বারের মতো এবার ঢাকায় বসছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ। ৭ দলের অংশগ্রহণে এই আসরের বাকি আর মাত্র একমাসের একটু বেশি। এখনও প্রস্তুত নয় বঙ্গবন্ধু স্টেডিয়াম। অতীতের আসরগুলোর দিকে তাকালেই দেখা যায় কোন টুর্নামেন্টে এলেই টনক নড়ে বাফুফের। এবারও সে চক্র থেকে বের হতে পারেনি তারা।
×