ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘উইমেন্স ইনোভেশন ক্যাম্প’ শেষ হচ্ছে কাল

প্রকাশিত: ০৫:৪১, ৩০ জুলাই ২০১৮

‘উইমেন্স ইনোভেশন ক্যাম্প’ শেষ হচ্ছে কাল

যৌথভাবে ‘উইমেন্স ইনোভেশন ক্যাম্প ২০১৮’র আয়োজন করছে গ্রামীণফোন হোয়াইট-বোর্ড এবং এটুআই। এ্যাকসেস টু ইনফর্মেশন (এটুআই) নারী সমতার বিভিন্ন বিষয়ে সহায়তাদানের পাশাপাশি নারী ক্ষমতায়নের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সমাজকে যুক্ত করতে কাজ করে আসছে। আর এরই ধারাবাহিকতায়, জাতীয় বিভিন্ন সমস্যায় সমাধান নিয়ে আসার ক্ষেত্রে উদ্ভাবনী নারীদের উন্মুক্ত প্ল্যাটফর্ম প্রদানে এটুআই, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারিত্বে ‘উইমেন্স ইনোভেশন ক্যাম্প’ কর্মসূচী চালু করেছে। ২০১৬ ও ২০১৭ সালের এ কর্মসূচীর সফল সমাপ্তির পর এটুআই এ বছর ‘উইমেন্স ইনোভেশন ক্যাম্প ২০১৮’ আয়োজন করছে। এ আয়োজনে দেশের সকল নারী (ব্যক্তিগত/প্রাতিষ্ঠানিক) অংশগ্রহণ করতে পারবে। সারাদেশ থেকে সকল নারী আবেদনকারী সমস্যা জর্জরিত খাতের ওপর ভিত্তি করে তাদের উদ্ভাবনী ধারণা জমা দিতে পারবেন। সবচেয়ে সম্ভাব্য ও বাস্তবায়নযোগ্য ধারণাগুলো ক্যাম্পের প্রতিযোগিতামূলক পর্বে উন্নীত হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×