ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিচারপতি জয়নুলের জামিন শুনানি শেষ, রায় ৩১ জুলাই

প্রকাশিত: ০৫:৫৬, ২৪ জুলাই ২০১৮

বিচারপতি জয়নুলের জামিন শুনানি শেষ, রায় ৩১ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আপীল বিভাগের সাবেক বিচারপতি মোঃ জয়নুল আবেদীনকে উচ্চ আদালতের দেয়া আগাম জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। আগামী ৩১ জুলাই এ বিষয়ে রায় ঘোষণা করা হবে। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বেসরকারী বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)’র ছাত্র সৈয়দ মোঃ মাসুদ রানার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। অন্যদিকে দেশের সব বিহারী ক্যাম্পের বিদ্যুত বিচ্ছিন্ন করতে ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া নোটিসের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। একইসঙ্গে, এ বিষয়ে দেয়া হাইকোর্টের রুল নিষ্পত্তি করারও নির্দেশ দিয়েছে আদালত। সোমবার সুপ্রীমকোর্টের আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। আপীল বিভাগের সাবেক বিচারপতি মোঃ জয়নুল আবেদীনকে উচ্চ আদালতের দেয়া আগাম জামিন নিয়ে প্রশ্নে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। আগামী ৩১ জুলাই এ বিষয়ে রায় ঘোষণা করা হবে। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রায়ের এ দিন ধার্য করেন। এর আগে দু দফা শুনানি শেষে রায়ের দিন ধার্য করা হলেও সোমবার নির্ধারিত দিনে ফের শুনানি গ্রহণ করা হয়। বিচারপতি জয়নুলের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কেএম আমিন উদ্দিন মানিক।
×