ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পদ্মায় ফেরির সঙ্গে ধাক্কা ॥ স্পিডবোট উল্টে নিহত এক

প্রকাশিত: ০৪:৩৭, ১৬ জুলাই ২০১৮

 পদ্মায় ফেরির সঙ্গে  ধাক্কা ॥ স্পিডবোট  উল্টে নিহত  এক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া ঘাটের কাছে পদ্মায় ১৮ যাত্রীভর্তি স্পিডবোট উল্টে এক নারী যাত্রী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন এক যাত্রী। অপর ১০ যাত্রী আহত হয়েছেন। নিহত যাত্রী শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সুফিয়া বেগম (৬০)। হাসাড়ার সেলিম শেখের স্ত্রী। আহতদের ছয় জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। নিখোঁজ রয়েছেন শ্রীনগরের জালাল সরকার (৫০)। তিনি কেয়টকালীর বাবর আলীর পুত্র। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও ডুবুরি তলব করা হয়েছে। রবিবার সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শিমুলিয়া ঘাট থেকে স্পিডবোটটি কাঁঠালবাড়ি যাওয়ার পথে ফেরির সঙ্গে থাক্কা লেগে উল্টে যায়। আশপাশের ফেরি, স্পিডবোট ও নৌযান দ্রুত যাত্রীদের উদ্ধার করে। তবে এক যাত্রী নিখোঁজ রয়েছে। বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ মোঃ খালেদ জানান, শিমুলিয়া ঘাটে আসার পথে মাঝপদ্মায় স্পিডবোটটি ফেরি টাপলুর সঙ্গে এসে ধাক্কা খায়। এই সময় কাছাকাছি ছিল ফেরি কপতী। মাইকিং করে বয়া ফেলে স্টাফরা ঝাঁপিয়ে পড়ে পদ্মা থেকে কয়েকজনকে উদ্ধার করে। তিনি জানান, দুর্ঘটনাস্থলটি মূল পদ্মার মাঝামাঝি স্থানে। এখানে প্রবল স্রোত। সেখানেই স্পিডবোটটি গিয়ে ফেরির সঙ্গে ধাক্কা খেয়ে পদ্মায় ছিটকে পড়ে।
×