ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যান্সারে আক্রান্ত চলচ্চিত্রশিল্পী মিতা চৌধুরীর পাশে শিল্পী ঐক্যজোট

প্রকাশিত: ০৭:৪১, ১ জুলাই ২০১৮

ক্যান্সারে আক্রান্ত চলচ্চিত্রশিল্পী মিতা চৌধুরীর পাশে শিল্পী ঐক্যজোট

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ প্রায় ৪৩ বছর ধরে বাংলাদেশের চলচ্চিত্রে জুনিয়র ও ডাবিং শিল্পী হিসেবে কাজ করেছেন মিতা চৌধুরী। বর্তমানে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ক্যান্টনমেন্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মিতা চৌধুরীর অসুস্থতার সংবাদ পেয়ে শিল্পী ঐক্যজোটের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক নাট্যনির্মাতা জি এম সৈকত হাসপাতালে যান। শিল্পীর সার্বিক খোঁজ খবর নেন। জোটের সভাপতি জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব বলেন, মিতা চৌধুরী একজন গুণীশিল্পী। আমরা তার পাশে দাঁড়াতে চাই। সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুচিকিৎসার মাধ্যমে দ্রুতই আমাদের মাঝে ফিরে আসেন। জোটের সাধারণ সম্পাদক জি এম সৈকত বলেন, আমাদের সহযোগিতার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্যের জন্য আবেদনপত্র জমা দেব। আমরা আশাকরি সংস্কৃতিবান্ধব প্রধানমন্ত্রী মিতা চৌধুরীর চিকিৎসা সহায়তার মাধ্যমে তার পাশে দাঁড়াবেন। আমরা মিতা চৌধুরীর জন্য এই মুহূর্তে সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তুলুন।
×