ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইনানুযায়ী খালেদাকে সাজা ভোগ করতে হবে ॥ ইনু

প্রকাশিত: ০৫:০৮, ৩০ জুন ২০১৮

    আইনানুযায়ী খালেদাকে সাজা ভোগ করতে হবে ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৯ জুন ॥ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সমগ্র জাতীয় ঐক্য শেখ হাসিনার নেতৃতে গঠিত হয়েছে। আর খালেদা জিয়া ও বিএনপির নেতৃত্বে ঐক্য গঠিত হয়েছে পাকিস্তানপন্থী রাজাকার, জঙ্গী এবং যুদ্ধাপরাধীদের নিয়ে। সুতরাং খালেদা জিয়া ও বিএনপি যতক্ষণ পর্যন্ত রাজাকার, জঙ্গী এবং যুদ্ধাপরাধীদের নেতৃত্ব প্রদান করবেন ততক্ষণ পর্যন্ত তারা জাতীয় ঐক্য করতে পারবেন না। ‘গণতন্ত্রকামী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে সরকারের পতন ঘটানো হবে’ মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। ইনু বলেন, বিএনপির জাতীয় ঐক্যও হবে না আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করার কাজও সফল হবে না। সুতরাং আইনানুযায়ী খালেদা জিয়াকে সাজা ভোগ করতে হবে। তিনি নির্বাচনের জন্য অযোগ্য প্রমাণিত হয়েছেন। এর আগে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চঞ্চল্যকর অপহরণ ও হত্যার শিকার স্কুলছাত্র শিশু দেব দত্তের পরিবারকে সান্ত¡না দিতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিথা পাড়া গ্রামে যান। সেখানে তিনি দেবের পরিবারকে সান্ত¡না দিয়ে বলেন, শিশু দেব দত্তের হত্যাকারীদের কঠোর শাস্তি দেয়া হবে। তাদের কোন ছাড় দেয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, প্রচার সম্পাদক কারশেদ আলম, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ প্রমুখ। গত ৯ জুন সকালে মিরপুর উপজেলার চিথলিয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র দেব দত্তকে (৯) অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনার ১৭ দিন পর একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় দেব দত্তের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।
×