ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কাউন্সিলর পদে ২২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ০৪:২২, ২৭ জুন ২০১৮

কাউন্সিলর পদে ২২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে অংশ নিতে ২২ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তবে এখন পর্যন্ত মনোনয়ন উত্তোলন করলেও কোন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন করেননি। আগামীকাল ২৮ জুন শেষ দিনে সবাই মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানা গেছে। এদিকে মঙ্গলবার পর্যন্ত ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। যাদের মধ্যে ৭ নারী ও ১০ জন পুরুষ কাউন্সিলর প্রার্থী। বাকি পাঁচজন আগে মনোনয়নপত্র দাখিল করেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান। তিনি জানান, এখন পর্যন্ত মোট ১২০ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে মেয়র পদে ২, সাধারন কাউন্সিলর পদে ১৬৭ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫১ জন। সান্তাহার পৌরসভার বাজেট পেশ নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৬ জুন ॥ মঙ্গলবার দুপুরে বগুড়ার সান্তাহার পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত ও আগামী ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পেশ করা বাজেটে এক কোটি ৬১ লাখ টাকা ঘাটতি রেখে উন্নয়ন ও রাজস্ব খাত মিলে মোট ২১ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। এর পূর্বে মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে এক উন্মুক্ত সভা করা হয়। সভায় সাংবাদিকসহ নানা পেশাজীবী ও সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান। ঘোষিত বাজেটে উন্নয়ন খাতে আয় ১১ কোটি ৯০ লাখ টাকা এবং ব্যয় সমপরিমাণ দেখান হয়েছে। রাজস্ব খাতে সম্ভাব্য আয় দেখান হয়েছে প্রায় সাড়ে ৯ কোটি টাকা। এ দিকে এই পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ বকেয়া দেখান হয়েছে আট কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা।
×