ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মাদক রাখার অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার

প্রকাশিত: ০২:০২, ২৩ জুন ২০১৮

রাজধানীতে মাদক রাখার অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে মাদক রাখার অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির দাবি, গ্রেফতারকৃতরা সবাই মাদক সেবনকারী। ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর ৪৯টি থানার এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩২২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫৫ গ্রাম ও ৫১৭ পুরিয়া হেরোইন, ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা, ১৪ বোতল ফেন্সিডিল ও ৬৯টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা করা হয়েছে। ডিএমপির এই মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান।
×