ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃষ্টি

প্রকাশিত: ২১:৫০, ২৩ জুন ২০১৮

রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃষ্টি

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। শনিবার সকাল এগারটার দিকে শুরু হয়ে রাজধানীতে প্রায় দুঘন্টার মতো বৃষ্টি হয়। একই সাথে দেশের অন্যান্য জায়গায়ও বৃষ্টিপাতের ফলে টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে জনজীবনের উপর স্বস্তি এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। সপ্তাহের পুরোটাই দেশব্যাপী বর্ষণ হবে। এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপ বিহার ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় বুধবার (২৭ জুন) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে অতি ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের কোনো আশঙ্কা নেই। এদিকে বৃষ্টিপাত না হলেই গরম বাড়বে। কেননা আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় এমনটা হচ্ছে। টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে জনজীবন প্রায় ওষ্ঠাগত। বৃষ্টির প্রবণতা দেখা দিলেও ঝুম বর্ষণের দেখা মেলেনি। তবে শনিবার (২৩ জুন) সকাল থেকেই সারাদেশে বৃষ্টির প্রবণতা বেড়েছে। সকাল ১০টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। তাতে কয়েকদিনের ভ্যাপসা গরমের পর কিছুটা হলেও জনজীবনে স্বস্তি অনুভব হচ্ছে। তবে কোনো কোনো এলাকায় ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার বৃষ্টির প্রবণতা বাড়ার কারণে মৃদু তাপপ্রবাহ প্রশমিত হবে। শনিবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শনিবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল, বেলা গড়াতে বাড়তে থাকে মেঘের আনাগোনা। বেলা ১১টার কিছু পরই শুরু হয় বৃষ্টি। দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি চলে। আবহাওয়াবিদরা জানিয়েছেন শনিবার ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি স্বস্তির সঙ্গে জলাবদ্ধতার দুর্ভোগও নিয়ে এসেছে নগরবাসীর জন্য।
×