ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া, উড়বে ড্রোন

প্রকাশিত: ০৪:০০, ১৫ জুন ২০১৮

জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া, উড়বে ড্রোন

মাজহার মান্না, কিশোরগঞ্জ ॥ দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া। ইতোমধ্যে জেলা প্রশাসন ও ঈদগাহ পরিচালনা কমিটি জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিবারই শান্তিপূর্ণভাবে ঈদ জামাত আয়োজনে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। তবে ২০১৬ সালের ৭ জুলাই ঈদ-উল-ফিতরের দিন শোলাকিয়া ময়দানের পাশে চেকপোস্টে জঙ্গী হামলার ঘটনায় এবার সেই নিরাপত্তা ব্যবস্থাকে আরও ঢেলে সাজানো হয়েছে। এ বছর নির্বিঘ্নে ঈদের জামাত করতে র‌্যাব-পুলিশসহ শোলাকিয়া মাঠ ও এর আশপাশে চারস্তরের নরাপত্তায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। জামাতে অংশ নেয়া কোন মুসল্লি ঈদগাহে ছাতা, ব্যাগ ও মোটা জায়নামাজ নিয়ে ঢুকতে পারবে না। গত সপ্তাহ থেকেই মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ জেলায় পুলিশের ছুটি বাতিল করাসহ শহরের আবাসিক হোটেল, ছাত্রাবাসসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে তল্লাশি ও বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। ঈদ জামাতকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনায় এবারই প্রথম নজরদারির জন্য ২টি ড্রোন উড়বে শোলাকিয়ায়। শোলাকিয়ার ঐতিহ্য অনুসারে জামাত শুরুর ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি ও ১ মিনিট আগে ১টি শর্টগানের গুলি ফুটিয়ে নামাজ আরম্ভের ঘোষণা দেয়া হয়। সকাল ১০টায় শোলাকিয়ায় এবার ১৯১তম ঈদ-উল-ফিতরের জামাতে ইমামতি করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরীদউদ্দীন মাসউদ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শোলাকিয়ায় ড্রোনে পর্যবেক্ষণ ছাড়াও ঈদগাহ ময়দানের বাইরে, ভেতরে ও প্রবেশ পথে সর্বোচ্চ নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে। ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা এবং অলিগলিসহ মাঠসংলগ্ন চারপাশের অন্তত দুই কিলোমিটার এলাকাজুড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।
×