ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালের শিশুদের অপহরণ করে পাচার করা হয়েছে ভারতে

প্রকাশিত: ২২:৩৭, ২৭ মে ২০১৮

বরিশালের শিশুদের অপহরণ করে পাচার করা হয়েছে ভারতে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিশুদের কৌশলে অপহরণ করে প্রতিবেশী দেশ ভারতে পাচার করা হয়েছে। অতিসম্প্রতি দুই শিশুকে ভারতে পাচারের সময় একজনকে বিজিবি উদ্ধার করে ফেরত পাঠিয়েছে। অন্য এক শিশুটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বরিশালের বিভিন্নস্থান থেকে ১১জন শিশুকে ভারতে পাচারকারী চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ওই চক্রের তিন সদস্যকে ইতোমধ্যে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার সকালে ঘটনার সত্যতা স্বীকার করে মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রসুলপুর বস্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে মুক্তা বেগম, চামেলী বেগম ও হারুন-অর রশিদ নামের তিন শিশু পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। অতিসম্প্রতি রসুলপুর বস্তির বাসিন্দা মুক্তা বেগম ও তার সহযোগীরা একই বস্তির বাসিন্দা দুই শিশুকে কৌশলে ভারতে পাচার করে। এসময় একটি শিশুকে বিজিবি উদ্ধার করে ফেরত পাঠালেও অন্য শিশুটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। কমিশনার আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্নস্থানের ১১জন শিশুকে ভারতে পাচারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
×