ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্বশুর-জামাইসহ ৯ মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশিত: ০৭:২৭, ২৭ মে ২০১৮

শ্বশুর-জামাইসহ ৯ মাদক বিক্রেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৬ মে ॥ জাল টাকাসহ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে শ্বশুর-জামাইসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বাউফল থানার পুলিশ শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় ১ হাজার টাকার ৮টি জাল নোট ও ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জাল টাকাসহ গ্রেফতারকৃতরা হলোÑ কালাইয়া গ্রামের সজিব মুন্সী ও সিদ্দিক সরদার, মাদক বিক্রেতা ইব্রাহিম খলিল ইমন সেবনকারী শ্বশুর বাবুল সিকদার, জামাই হানিফ খন্দকার, মামুন মৃধা, ফিরোজ হাওলাদার, নাসির মৃধা ও জহির। গ্রেফতারকৃতদের শনিবার সকালে পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হয়েছে। এক সঙ্গে তিন কন্যার জন্ম নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৬ মে ॥ মির্জাপুরে মরিয়ম বেগম নামে এক মা এক সঙ্গে তিন কন্যা সন্তান প্রসব করেছেন। শুক্রবার রাতে স্থানীয় মির্জাপুর জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারী ক্লিনিকে তিনি এই কন্যা সন্তানের জন্ম দেন বলে জানা গেছে। মরিয়ম বেগম মির্জাপুর উপজেলার তরফপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানার স্ত্রী। জানা গেছে, শুক্রবার রাত ১০টায় মরিয়ম বেগম প্রসব ব্যথা নিয়ে বেসরকারী হাসপাতাল মির্জাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। রাত তিনটার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মরিয়ম এক সঙ্গে তিন কন্যা সন্তান প্রসব করেন। সদ্য জন্ম নেয়া তিন কন্যার নাম এলমা, ইমি ও ইমা রাখা হয়েছে বলে কন্যার দাদি রাশেদা বেগম জানিয়েছেন।
×