ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বদির বেয়াই ছাড় পায়নি, কেউ রেহাই পাবে না ॥ কাদের

প্রকাশিত: ০৬:১৪, ২৭ মে ২০১৮

বদির বেয়াই ছাড় পায়নি, কেউ রেহাই পাবে না ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৬ মে ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের কক্সবাজারের সংসদ সদস্য বদির বিরুদ্ধে যদি মাদকের প্রমাণ পাওয়া যায়, বদির বেয়াই যেমন ছাড় পায়নি, তেমনি আওয়ামী লীগ, বিএনপি যে দলেরই হোক- কেউ রেহাই পাবে না। শনিবার দুপুরে তিনি আসন্ন রোজার ঈদ সামনে রেখে বাইপাইল-আব্দুল্লাহপুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে এসে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, সারাদেশে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই, মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেছে র‌্যাব এবং পুলিশ। এ অভিযানে রাজনৈতিক মতলবে একটি মহল খুশি না হতেও পারে। কিন্তু দেশের সাধারণ মানুষ অনেক খুশি। কারণ, এ দেশের তরুণ সমাজ মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে মিয়ানমার থেকে রোহিঙ্গা ¯্রােতের মতো, সুনামির মতো দেশে মাদক ঢুকে পড়েছে পাড়া-মহল্লায়। এ অবস্থায় জনগণ এ রকম একটি অভিযান চেয়েছে। মাদক বিক্রেতাদের তালিকা করা হচ্ছে এবং তদন্ত করে র‌্যাব এবং পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বন্দুকযুদ্ধ সম্পর্কে তিনি বলেন, মাদক বিক্রেতাদের সঙ্গে অস্ত্র থাকে। তাই, পুলিশ ও র‌্যাব যখন তাদেরকে নিয়ে মাদক উদ্ধারে যায়, তখন তারা আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে গুলি করে। আইনশৃঙ্খলা বাহিনীও আত্মরক্ষার্থে গুলি চালায়- এটাই বন্দুকযুদ্ধ। মাদক বিক্রেতারা কোটি কোটি টাকার ব্যবসা করে। তাই তাদের থাকে অস্ত্র থাকে। মন্ত্রী আরও বলেন, অক্টোবর মাসে আব্দুল্লাহপুর থেকে আশুলিয়ার ডিইপিজেড পর্যন্ত সাড়ে ৮শ’ কোটি টাকা ব্যয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে। এ ছাড়া, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে অবৈধভাবে মাহিন্দ্র চলাচলে কেউ যদি চাঁদা তোলে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং ঈদকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন সড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এ সময় ইউএনও শেখ রাসেল হাসান, সড়ক ও জনপদ বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×