ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজীবের পরিবারকে ক্ষতিপূরণের আদেশ স্থগিত

প্রকাশিত: ১৮:০৯, ২২ মে ২০১৮

রাজীবের পরিবারকে ক্ষতিপূরণের আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কারওয়ান বাজারেদুই বাসের বাসের চাপায় হাত হারিয়ে মারা যাওয়া রাজীবের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এই ঘটনায় দোষীদের খুঁজে বের করতে হাইকোর্টকে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত ৮ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের নেতৃত্বাহীন হাইকোর্ট বেঞ্চ রাজীবের দুই ভাইকে ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেন। আদেশে বিআরটিসি ও স্বজন পরিবহন প্রত্যেককে ৫০ লাখ করে ক্ষতিপূরণ দিতে বলা হয়। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে প্রথমে আপিল করেন বিআরটিসি কর্তৃপক্ষ। এরপর স্বজন পরিবহন কর্তৃপক্ষ। ওই আপিলের শুনানি শেষ হয় গতকাল সোমবার। গত ৩ এপ্রিল বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে দুই বাসের রেষারেষিতে রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের এক হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান রাজীব। গত ৪ এপ্রিল রাজীবের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিট আবেদনের প্রেক্ষিতে রাজিবের দুই ভাইকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন হাইকোর্ট।
×