ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাক সীমান্তরক্ষীদের গুলি ॥ জম্মুতে বিএসএফ জওয়ানসহ নিহত ৫

প্রকাশিত: ০৫:৪৪, ১৯ মে ২০১৮

পাক সীমান্তরক্ষীদের গুলি ॥ জম্মুতে বিএসএফ জওয়ানসহ নিহত ৫

ভারতের জম্মুর আরএস পুরা ও আর্নিয়া সেক্টরে পাকিস্তানের সীমান্তরক্ষীদের গুলিতে এক বিএসএফ জওয়ান এবং চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জম্মু সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গোলাগুলি শুরু“ হওয়ার পর সীমান্ত সংলগ্ন স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে এবং বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া হচ্ছে। এ নিয়ে টানা তিনদিন পাকিস্তানী সেনারা সীমান্ত রেখা অতিক্রম করে গুলি চালালো বলে দাবি ভারতের। -খবর ওয়েবসাইটের। এর আগে পাকিস্তানী সেনারা কাঠুয়া ও সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্ত রেখা অতিক্রম করে বলে জানায় বিএসএফ। বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গত ১৬ ও ১৭ মে মধ্যরাতে হিরানগর এলাকায় গোলাগুলি হয়েছে, গুলিতে বিএসএফর এক জওয়ান আহত হন। দিনের বেলা গোলাগুলি বন্ধ ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে পাকিস্তানী সেনারা হঠাৎ করেই আর্নিয়া এলাকায় আক্রমণ করে। তাদের গুলিতে আমাদের এক জওয়ান নিহত হয়েছে।” নিহত সিতারাম উপাধ্যায় (২০) ২০১১ সালে বিএসএফে সৈনিক পদে যোগদান করেছিলেন। জম্মু ও কাশ্মিরের নিরাপত্তা বাহিনীকে মুসলিমদের পবিত্র মাস রমজানে সেখানে কোন ধরনের অভিযান পরিচালনা না করার নির্দেশ দেয়া হয়েছে। শনিবার মোদির জম্মু সফরে যাওয়ার কথা রয়েছে।
×