ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় ৩০ কেজি হরিণের মাংস জব্দ

প্রকাশিত: ০৬:৪৫, ১৪ মে ২০১৮

 পাথরঘাটায় ৩০  কেজি হরিণের  মাংস জব্দ

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ১৩ মে ॥ পাথরঘাটায় বন বিভাগ অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংস জব্দ করেছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে চরদুয়ানী জ্ঞানপাড়ার বন বিভাগের বিশেষ টহল ফাঁড়ির বনরক্ষীরা সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীতে পরিত্যক্ত একটি ইঞ্জিন চালিত নৌকা ট্রলার থেকে মাংস জব্দ করা হয়। বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমিন জানান, চরদুয়ানী এলাকার কিছু বন চোরাকারবারিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাথরঘাটায় নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা বলেশ্বর নদীতে টহল জোরদার করে নদীতে ওঁৎ পেতে থাকে। এ সময় শিকারিদের দেখে বন বিভাগের লোকজনে ধাওয়া করলে শিকারিরা চরদুয়ানী খালের মোহনায় ট্রলার রেখে নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশী করে ৩০ কেজি হরিণের মাংসসহ ট্রলারটি জব্দ করা হয়েছে।
×