ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তালোড়া পৌর মেয়র পদের নির্বাচনে প্রার্থী সেই তিন জনই

প্রকাশিত: ০৬:৪২, ১৪ মে ২০১৮

তালোড়া পৌর মেয়র পদের নির্বাচনে প্রার্থী  সেই তিন  জনই

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ তালোড়া পৌরসভার নির্বাচনে মেয়র পদের তিন প্রার্থী। আওয়ামী লীগ ও বিএনপি দলীয় প্রতীকে নির্বাচন করছেন। জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াত বসে থাকেনি। তাদের প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। গত নির্বাচনেও তালোড়া পৌরসভায় এই তিন প্রার্থীই ছিলেন। এবারও সেই তিন জন। তালোড়া পৌরসভার এটি দ্বিতীয় নির্বাচন। যা অনুষ্ঠিত হবে আগামী কাল ১৫ মে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা গঠিত হয় ২০১১ সালে। দু’বছর পর ২০১৩ সালে প্রথম নির্বাচন হয়। এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়েছেন আমিরুল ইসলাম বকুল। প্রতীক নৌকা। বিএনপির প্রার্থী আব্দুল জলিল খন্দকার। প্রতীক ধানের শীষ। জামায়াতের প্রার্থী নজরুল ইসলাম। তবে তিনি স্বতন্ত্র হিসেবে লড়ছেন। তার প্রতীক জগ। নির্বাচনে বিএনপি আশা করেছিল তাদের জোটের শরিক জামায়াত প্রার্থী দেবে না। জামায়াত ছদ্মাবরণে স্বতন্ত্র প্রার্থী দেয়ায় বিএনপির সঙ্গে অনেকটা দূরত্বের সৃষ্টি হয়েছে। এ নিয়ে তাদের মধ্যে মনস্তাত্বিক লড়াই চলছে। তবে তা প্রকাশ্যে নয়। এই অবস্থায় আওয়ামী লীগের প্রার্থী কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে। আওয়ামী লীগের সমর্থকরা আশা করে আছে, বিএনপি ও ছদ্মাবরণের জামায়াতের দ্বন্দ্বে শেষ পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীরই বিজয় হবে। তবে তা নির্ভর করছে ভোটের সংখ্যাধিক্যের ওপর। তালোড়া পৌরসভার ভোটার সংখ্যা ১৪ হাজার ৬শ’ ৫৬ জন। ২০১৩ সালের প্রথম নির্বাচনে নির্বাচনে বিজয়ী হন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল জলিল খন্দকার। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমিরুল ইসলাম বকুল। তৃতীয় অবস্থানে ছিলেন জামায়াতের সমর্থিত নজরুল ইসলাম। দ্বিতীয় নির্বাচনেও মেয়র পদের প্রার্থী সেই তিন জনই।
×