ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাথরঘাটায় ১১ পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ০৪:২৫, ১২ মে ২০১৮

পাথরঘাটায় ১১ পরীক্ষার্থী বহিষ্কার

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ১১ মে ॥ পাথরঘাটায় উন্মুক্ত স্নাতক (ডিগ্রী) পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সকাল ও বিকেলের দুই বিষয়ের পরীক্ষা চলাকালে লেমুয়া ফজলুল হক ডিগ্রী কলেজের পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে। উন্¥ুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক ডেপুটি কন্ট্রোলার মোঃ কামরুজ্জামান শিক্ষার্থীদের বহিষ্কার করেন। শিক্ষার্থীরা সবাই লেমুয়া কলেজের ছাত্র। ওই কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শুক্রবার সকাল ১০টায় লেমুয়া কলেজ কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হওয়ার ১ ঘণ্টা পর ডেপুটি কন্ট্রোলার কেন্দ্র পরিদর্শন করার সময় নকল করা অবস্থায় ৮ শিক্ষার্থীকে ধরে ফেলে।
×