ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রভাবশালী বিশ্ব নেতাদের তালিকায় পুতিন ও ট্রাম্পকে টপকে শীর্ষে শি জিন পিং

প্রকাশিত: ০৬:৪০, ১১ মে ২০১৮

প্রভাবশালী বিশ্ব নেতাদের তালিকায় পুতিন ও ট্রাম্পকে টপকে শীর্ষে শি জিন পিং

ফোর্বস সাময়িকীর এবারে বিশ্বের প্রভাবশালীদের তালিকায় উঠে এসেছে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের নাম। দ্বিতীয় স্থানে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন তালিকার তৃতীয় স্থানে।- সিএনএন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীর্ষ দশে আছেন। পুতিন আগে প্রথম স্থানে থাকলেও এবার তাকে টপকে প্রথম স্থানটি দখল করলেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। মোট ৭৫ জন প্রভাবশালীর নাম এ তালিকায় আছে। চতুর্থ স্থানে আছেন জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেল। নারী প্রভাবশালীদের মধ্যে তিনি প্রথম স্থানে আছেন। পঞ্চম স্থানে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ষষ্ঠ স্থানে আছেন রোমান ক্যাথলিক প্রধান পোপ ফ্রান্সিস। তিনি বরাবরই বিশ্বের সবচেয়ে প্রভাবশালীদের তালিকায় প্রথমদিকে থাকেন। এবার তিনি ফোর্বসের বিচারে ষষ্ঠ স্থান দখল করেছেন। বিল গেটস গেছেন সপ্তম স্থানে। এবার শীর্ষ ধনীর পদ ছাড়লেও প্রভাবশালীদের তালিকায় তিনি সাত নম্বরে রয়েছেন।
×