ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘শুধু সম্পদ বিবরণী নিয়ে দুর্নীতি রোধ করা যাবে না’

প্রকাশিত: ০৫:৫৯, ৯ মে ২০১৮

‘শুধু সম্পদ বিবরণী নিয়ে দুর্নীতি রোধ করা যাবে না’

স্টাফ রিপোর্টার ॥ পাবলিক অফিসিয়ালদের শুধু সম্পদ বিবরণী নিয়ে দুর্নীতি প্রতিরোধ করা যাবে না, সম্পদ বিবরণীর ব্যবস্থাপনা, পরীক্ষণ এবং পর্যবেক্ষণের সঠিক গাইডলাইন থাকতে হবে এবং কেবল এর মাধ্যমেই অবৈধ সম্পদ অর্জনকারীদের চিহ্নিত করা যেতে পারে। তাই সরকারী কর্মকর্তাদের সম্পদের ঘোষণা এবং স্বার্থের দ্বন্দ্ব বিষয়ক আইন প্রণয়নের দাবি জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার ঢাকার গুলশানের আমারি হোটেলে দুদকের ৩০ কর্মকর্তাকে ইন্টিগ্রিটি মেজারস, কনফ্লিক্ট অব ইন্টারেস্ট ও এ্যাসেট ডিজক্লোজার শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী বক্তব্যে সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন। অনুষ্ঠানে ইউএনও-ডিসির আঞ্চলিক দুর্নীতিবিরোধী উপদেষ্টা জোরানা মার্কোভিক, স্লোভানিয়ান দুর্নীতিবিরোধী বিশষজ্ঞ আলমসেডলার, ইন্দোনেশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থা কেপিকে এর রেজিস্ট্রেশন এ্যান্ড এক্সামিনেসন অব ওয়েলদ রিপোর্ট অব পাবলিক অফিসিয়ালসের সিনিয়র মেম্বার দিয়াজ আদিসামা প্রমুখ বক্তব্য রাখেন।
×