ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পোশাক খাতে দুর্ঘটনার মামলায় দ্রুত বিচার চায় টিআইবি

প্রকাশিত: ০২:২৯, ২৬ এপ্রিল ২০১৮

 পোশাক খাতে দুর্ঘটনার মামলায় দ্রুত বিচার চায় টিআইবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাকসহ শিল্প খাতের দুর্ঘটনায় দায়ের করা মামলাগুলো নিষ্পত্তিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ করেছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘তৈরি পোশাক খাতে সুশাসন: অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন তুলে ধরার সময় এই সুপারিশ করা হয়। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “রানা প্লাজার দুর্ঘটনার পাঁচ বছর অতিবাহিত হলেও এখনো বিচার শেষ হয়নি। তাই এসব দুর্ঘটনার ক্ষেত্রে ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুত বিচার আইনে বিচার করা প্রয়োজন। “এতে দুর্ঘটনায় দায়েরকৃত মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে অল্প সময়ে নিষ্পত্তি করা যাবে।” তিনি বলেন, অবৈধ অর্থ রাখার দায়ে দুদকের একটি মামলায় ২০১৮ এর মার্চে রানা প্লাজার মালিকের তিন বছর ও মাকে ছয় বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু মূল অভিযোগে এখনও কোনো শাস্তি হয়নি। টিআইবি বোর্ড অব ট্রাস্টির চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, রানা প্লাজা দুর্ঘটনা প্রকাশ্যে দিবালোকে হয়েছে। দুর্ঘটনা কেন হয়েছে, কেন ভাঙল ভবনটি- তা সবার কাছে পরিষ্কার। “আহত ব্যক্তি ও নিহতদের আত্মীয়-স্বজন অনেকেই এ মামলার সাক্ষ্য দিতে প্রস্তুত রয়েছে। তারপরও সাক্ষ্যগ্রহণের অভাবে উচ্চ আদালতের মাধ্যমে আসামিরা মামলাটি আটকে রেখেছে।.. অর্থাৎ যারা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রভাবশালী তারা সব সময় বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যা সামগ্রিক সুশাসন নিশ্চিতে প্রভাবিত করছে।” গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন সংস্থার সহকারী প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হুদা।
×