ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নয়াপল্টনে পুলিশের ওপর হামলা মামলায় সাত আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৭:৩৪, ২৫ এপ্রিল ২০১৮

নয়াপল্টনে পুলিশের ওপর হামলা মামলায় সাত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ নয়াপল্টনে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ দায়েরকৃত মামলার আসামি হিসেবে সাত জনকে গ্রেফতার করেছে। নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে বিএনপি সোমবার বিক্ষোভ মিছিল বের করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের কাছে যায়। বিনা অনুমতিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় পুরো ঢাকায় যানজট লেগে যায়। পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে তুলে দেয়ার চেষ্টা করে। তখনই বিএনপি-জামায়াত নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশ কর্মকর্তাদের গায়ে ইট দিয়ে ঢিল ছুঁড়তে থাকে। একজনের দেখাদেখি অন্য নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেনকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে এক কর্মী। ইটটি তার উরুতে লাগে। এতে তিনি আহত হন। এই হামলায় অন্তত ৭/৮ জন পুলিশ সদস্য আহত হন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে পল্টন মডেল থানার ওসি মোঃ মাহ্মুদুল হক বলেন, বিএনপি নেতাকর্মীরা দৈনিক বাংলা এলাকায় বিক্ষোভের নামে গাড়ি ভাংচুর শুরু করে। তখন নেতাকর্মীদের বাধা দিলে তারা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে।
×