ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গৃহবধূ হত্যার দায়ে পিরোজপুরে দুইজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:২৮, ২৪ এপ্রিল ২০১৮

গৃহবধূ হত্যার দায়ে পিরোজপুরে দুইজনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৩ এপ্রিল ॥ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম জিল্লুর রহমান মঠবাড়িয়ায় গৃহবধূকে হত্যার দায়ে ২ জনকে যাবজ্জীবন কারাদ- এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন। সোমবার দুপুরে আদালতে এ আদেশ দেন তিনি। সাজাপ্রাপ্ত আল-আমিন সরদার ওরফে আকাশ (২৮) মঠবাড়িয়া উপজেলার হোতাখালী গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং মুকুল আক্তার (২৭) মঠবাড়িয়া উপজেলার জাহাঙ্গীর মৃধার মেয়ে। জানা যায়, ২০০৯ সালের ২১ নবেম্বর সন্ধ্যায় মঠবাড়িয়া উপজেলার চিত্রা গ্রামের ফারুক ফরাজীর স্ত্রী মমতাজ বেগম (২০) কে আসামি আল-আমিন ও মুকুল জরুরী কাজের কথা বলে তাদের পার্শ¦বর্তী ভা-ারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের কাদের হাওলাদারের ধান ক্ষেতে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্বামী ২০০৯ সালের ২২ নবেম্বর বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে পুলিশ আল-আমিন ও মুকুলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় এবং ২০১০ সালের ০৮ ফেব্রুয়ারিতে আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেন। বিদ্যুত স্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সারিয়াকান্দিতে সোমবার সকালে বিদ্যুত স্পৃষ্ট হয়ে সিহাব (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল গ্রামের বাসিন্দা এবং নিজবলাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান, বাড়িতে বিদ্যুত সংযোগের কাজ করার সময় অসাবধনতা বসত বিদ্যুত স্পৃষ্ট হয়ে সিহাব গুরুতর আহত হয়। পরে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
×