ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে পাক কূটনীতিকদের চলাচলে ওপর বিধিনিষিধ

প্রকাশিত: ০৫:৩১, ২১ এপ্রিল ২০১৮

যুক্তরাষ্ট্রে পাক  কূটনীতিকদের চলাচলে ওপর বিধিনিষিধ

যুক্তরাষ্ট্রে ১ মে থেকে পাকিস্তানী কূটনীতিকদের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এই নিষেধাজ্ঞার ফলে তাদের কর্মস্থলের ৪০ কিলোমিটারের মধ্যে অবস্থান করতে হবে । এর আগে পাকিস্তান মার্কিন কূটনীতিকদের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। এরই পাল্টা পদক্ষেপ হিসেবে নতুন এই নিষেধাজ্ঞা এলো। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিভাগের আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন বলেন, পাকিস্তানে নিযুক্ত মার্কিন কূটনীতিকদের ওপর একই ধরনের বিধিনিষেধ আরোপ করায় যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, এ ধরনের বিধিনিষেধ হয় সাধারণভাবে পাল্টাপাল্টি পদক্ষেপ ধরনের। আমরা এটিকে সে পর্যায়েই রেখেছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিষয়টি পাকিস্তানকে জানিয়েছে কি না- এ প্রশ্নের জবাবে ওই সিনিয়র কর্মকর্তা বলেন, ‘আমাদের কূটনীতিকরা ভ্রমণ বিধিনিষেধের মধ্যে রয়েছে। তারা আরও বেশি দূর যেতে পারে, তবে তা পাকিস্তান সরকারকে জানাতে হয়।’ শ্যানন বলেন, কূটনীতিতে এ ধরনের ব্যবস্থা খুবই সাধারণ ঘটনা। তিনি বরং দুই দেশের মধ্যকার অব্যাহত সম্পৃক্ততার ওপর জোর দেন। তিনি বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ ঘটনাবলী নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আমরা খুবই গুরুত্বপূর্ণ সংলাপ করেছি। আমরা আশা করতে পারি, এর মাধ্যমে আমরা আরও বড় ধরনের সমঝোতায় উপনীত হতে পারব। ট্রাম্প প্রশাসন সম্প্রতি পাকিস্তানকে অবহিত করেছে, ওয়াশিংটনে তাদের দূতাবাস ও অন্যান্য নগরীর কনস্যুলেটগুলোর কূটনীতিকরা অনুমতি ছাড়া তাদের অফিস থেকে ৪০ কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণ করতে পারবে না। এর বেশি দূরত্বে যেতে হতে কূটনীতিকদের অন্তত পাঁচ দিন আগে অনুমতির জন্য আবেদন করতে হবে। পাকিস্তানে নিযুক্ত মার্কিন কূটনীতিকদের ওপর ইসলামাবাদ ইতোমধ্যেই এ ধরনের বিধিনিষেধ আরোপ করেছে।
×