ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৬ এমপির বিদ্রোহ শ্রীলঙ্কার পার্লামেন্ট অধিবেশন স্থগিত

প্রকাশিত: ০৫:৩২, ১৪ এপ্রিল ২০১৮

১৬ এমপির বিদ্রোহ শ্রীলঙ্কার পার্লামেন্ট  অধিবেশন  স্থগিত

ক্ষমতাসীন জোটের ১৬ সংসদ সদস্যের বিদ্রোহের পর শ্রীলঙ্কার পার্লামেন্টের অধিবেশন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিসেনা। বৃহস্পতিবার এক ঘোষণায় তিনি আগামী ৮ মে পর্যন্ত অধিবেশন স্থগিত করার নির্দেশনা দেন বলে জানিয়েছে বিবিসি। বিদ্রোহী সাংসদদের মধ্যে বেশ কয়েকজন মন্ত্রীও আছেন। তাদের পদত্যাগের পর পরিস্থিতি সামলাতে চারজনকে ভারপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। প্রেসিডেন্ট মেন্ডর ৮ তারিখ পর্যন্ত পার্লামেন্টের অধিবেশন স্থগিত করেছেন, বৃহস্পতিবার এক ঘোষণায় জানান সিরিসেনার সেক্রেটারি অস্টিন ফার্নান্দো। কী কারণে প্রেসিডেন্ট এ স্থগিতাদেশ দিয়েছে তা জানাননি তিনি। নাম প্রকাশ না করার শর্তে জ্যেষ্ঠ এক মন্ত্রী গণমাধ্যমকে জানান, স্থগিতাদেশের ফলে পার্লামেন্টের সকল কমিটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। ৮ মে পার্লামেন্টের কাজ ফের শুরু হলে কমিটিগুলো নতুন করে গঠন করা হবে। পার্লামেন্ট কমিটিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সাম্প্রতিক সময়ে বিরোধী সাংসদদের পরিচালনায় থাকা সরকারী সংস্থাগুলোর কার্যক্রম খতিয়ে দেখছিল।
×