ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিজ আসনে নির্বাচন না করার ঘোষণা পল রায়ানের

প্রকাশিত: ০৬:২১, ১৩ এপ্রিল ২০১৮

নিজ আসনে নির্বাচন না করার ঘোষণা পল রায়ানের

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রভাবশালী নেতা, কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পীকার পল রায়ান নিজের আসনে পুনরায় নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। ২০১৯ সালের শুরুতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পীকার পদ থেকেও সরে যাবেন বলে জানিয়েছেন তিনি। খবর ওয়েবসাইট। রায়ানের এ অপ্রত্যাশিত ঘোষণা কংগ্রেসনাল নির্বাচনের আগে দলের সহকর্মী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধাক্কা বলে ধারণা বিশ্লেষকদের। কংগ্রেসের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে ইতোমধ্যেই ডেমোক্র্যাটদের চ্যালেঞ্জের মুখে পড়েছে রিপাবলিকানরা। এর মধ্যেই রায়ানসহ নিম্নকক্ষের আরও প্রায় ৩০ জন সদস্য চলতি বছরের মধ্যেই অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন। নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেতে মাত্র ২৩টি আসন দরকার ডেমোক্র্যাটদের। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্ত ঘোষণা করে রায়ান জানিয়েছেন, তার এ সিদ্ধান্ত পরিবারকে কেন্দ্র করে। তিন সন্তানের পিতা ৪৮ বছর বয়সী এ রাজনীতিক জানিয়েছেন, তিনি ‘শুধু সাপ্তাহিক ছুটির দিনের বাবা’ হতে চান না। প্রকাশিত খবর অনুযায়ী, রায়ান একথা বললেও নিজের দায়িত্ব ও কর্তব্য নিয়ে হতাশ তিনি, এর আংশিক কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ওভাল অফিসের দায়িত্ব নেয়ার পর ১৫ মাসে কেবল কর ব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সফল হতে পেরেছে ক্ষমতাসীন রিপাবলিকানরা। বিভিন্ন বিষয়ে ‘অস্থির’ প্রেসিডেন্টের সঙ্গে টানাপোড়েন থাকার পরও গত ডিসেম্বরের ওই কর সংস্কার বিল পাসে রায়ান গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ট্রাম্প এবং তার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দক্ষিণপূর্ব উইসকনসিন থেকে পুনঃনির্বাচন না করার সিদ্ধান্তে কতটুকু প্রভাব রেখেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রায়ান বলেছেন ‘একটুও না।’ নিম্নকক্ষের বর্তমান এ স্পীকার পরে মার্কিন গণমাধ্যম পলিটিকোকে জানান, ট্রাম্পের সঙ্গে তার ‘ঘনিষ্ঠতা ছিল’ প্রেসিডেন্ট কম টুইট করুক এমনটাও তার প্রত্যাশা। ‘জনসম্মুখে বিবাদের কথা উন্মোচন না করে ব্যক্তিগত আলোচনাই ভাল ফল এনে দেবে,’ ট্রাম্পকে পরামর্শ রায়ানের। ট্রাম্পের মেয়াদকালের দ্বিতীয় বছরের মধ্যেই ওয়াশিংটন হোয়াইট হাউসের অসংখ্য কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্যদের বরখাস্ত কিংবা সরে যাওয়া প্রত্যক্ষ করেছে। রায়ানের ঘোষণা সেই ধারাবাহিকতার সাম্প্রতিক সংযোজন। ২০১৬ সালেও ট্রাম্প রায়ানের কড়া সমালোচনা করে তাকে ‘খুবই দুর্বল ও অকার্যকর নেতা’ অ্যাখ্যা দিয়েছিলেন।
×