ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

প্রকাশিত: ০৪:৫২, ১০ এপ্রিল ২০১৮

সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৯ এপ্রিল ॥ মেলান্দহ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিপন আক্তার সুনীল (১৮) নামে একজন এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। উপজেলার হাজরাবাড়ী-বেলতৈল সড়কে সোমবার সকাল নয়টার দিকে সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইক উল্টে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টুপকারচর গ্রামের সফর আলীর ছেলে শিপন আক্তার সুনীল উপজেলার উমির উদ্দিন পাইলট স্কুল এ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষা দেয়ার জন্য সোমবার সকালে বাড়ি থেকে ইজিবাইকে যাচ্ছিল। আজ তার বেসিক ইংলিশ এ্যান্ড কমিউনিকেশন পরীক্ষা ছিল। সে দেবেরছড়া নাছিমা মোজাহারুল টেকনিক্যাল স্কুল এ্যান্ড বিএম কলেজের ছাত্র। পথে বেলতৈল-হাজরাবাড়ী সড়কের হাজরাবাড়ী গ্রামে একটি দ্রুতগামী সিএনজি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী ইজিবাইকটি উল্টে যায়। এতে শিপন আক্তার সুনীলসহ ইজিবাইকের কয়েক যাত্রী আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত শিপন আক্তার সুনীলকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। মাদারীপুরে শ্রমিকের নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, সোমবার সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় আলী চোকদার (৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা ঝাড়ু দেয়ার সময় একটি ট্রাক পিছন দিক থেকে আলী চোকদারকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেটে রিক্সারোহী স্টাফ রিপোর্টার সিলেট অফিস জানায়, জৈন্তাপুর উপজেলার চাঙ্গীল বাজার এলাকায় সোমবার সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ঘটেছে। তার নাম বিলাল উদ্দিন (৩৫)। তিনি জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের মোহন মিয়ার পুত্র। জানা গেছে, জাফলং থেকে ছেড়ে আসা ট্রাক উপজেলার চাঙ্গীল বাজার সীমান্ত ফাঁড়ির সামনে রড বোঝাই একটি রিক্সাকে ধাক্কা দেয়। এসময় রিক্সা আরোহী বিলাল ছিটকে পড়ে ট্রাকের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পঞ্চগড়ে বাসচালক স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, ট্রাক্টর চাপায় স্বপন ইসলাম (২৮) নামে এক বাসচালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে শহরের ধাক্কামারা ট্রাফিক মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন ইসলাম পেশায় একজন মিনিবাস চালক। দুপুরে স্বপন বাসস্ট্যান্ডে তার বাসটি পার্কিং করে হেঁটে ধাক্কামারা ট্রাফিক মোড় পার হচ্ছিলেন। ধামরাইয়ে হেলপার নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানাধীন কেলিয়া এলাকায় যশোরগামী কাভার্ডভ্যান ও ধামরাইগামী মাটির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে কাভার্ডভ্যানের হেলপার নিহত হয়েছে। এ সময় ৪ জন আহত হয়। নিহতের পরিচয় মেলেনি। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গীতে অটোচালক নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, সোমবার সাকালেনরসিংদী সড়কের আমতলী এলাকায় একটি বাস অটোরিক্সাকে চাপা দিলে চালক মিঠু মিয়া (৩৫) নিহত হয়। তার বাবার নাম মজিদ মিয়া। নিহতের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানার ধরকটরিয়া গ্রামে। বদরগঞ্জে শিক্ষিকা সংবাদদাতা বদরগঞ্জ, রংপুর থেকে জানান, যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন খালেদা আক্তার (২৮) নামে এক স্কুল শিক্ষক। প্রশিক্ষণ শেষে বাবার মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের মিরাপাড়া পেট্রোল পাম্প এলাকায়। এতে মোটরসাইকেল চালক তার বাবা খলিলুর রহমান গুরুতর আহত হয়েছেন। খালেদা আক্তার উপজেলার আমরুলবাড়ী মানসিংহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। জানা গেছে, সোমবার পৌর শহরের কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত উপজেলা রিসোর্স সেন্টারে প্রশিক্ষণ শেষে বাবার সঙ্গে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিল খালেদা। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা তানি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান খালেদা আক্তার।
×