ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর দ্রুত পদক্ষেপের কারণেই মানুষের আজ এতো উন্নয়ন ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৫২, ৮ এপ্রিল ২০১৮

প্রধানমন্ত্রীর দ্রুত পদক্ষেপের কারণেই মানুষের আজ এতো উন্নয়ন ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৭ এপ্রিল ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যেমন বয়স্কভাতা, বিধবাভাতা, ভিজিএফ, প্রতিবন্ধীভাতা এবং ভিজিডি প্রদান করেছেন, তেমনি তিনি গত ১ জানুয়ারি দেশব্যাপী শিশুদের হাতে নতুন বই উপহার দিয়েছেন। এমনটা পৃথিবীর আর কোথাও নেই। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার দ্রুত বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কারণেই আজ দেশের মানুষের এত উন্নতি হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। মন্ত্রী বলেন, ভোলায় বিপুল পরিমাণ গ্যাস রয়েছে। তাই এখানে শুধু ব্যাপক শিল্প কারখানাই হবে না এখানে পোশাক শিল্প কারখানাও গড়ে উঠবে। এক সময় ভোলা হবে সিঙ্গাপুরের মতো উন্নত। ভোলা হবে দেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা। শনিবার বিকেলে ভোলার বাংলাস্কুল মাঠে জেলা প্রশাসন আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নারী অংশ নিয়েছেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, গ্রামগুলো এখন শহরে পরিণত হচ্ছে। আমাদের সময়ে আমরা হারিকেন জ্বালিয়ে পড়ালেখা করতাম, কাঁচা রাস্তায় খালি পায়ে স্কুলে যেতাম। পুল ছিল না কালভার্ট ছিল না। এখন প্রতিটি গ্রামগঞ্জে পুল কালভার্ট, পাকা রাস্তাঘাট হয়েছে। বিদ্যুত পৌঁছে গেছে। গ্রামগঞ্জে এখন আর কুড়েঘর দেখা যায় না। শিক্ষাস্বাস্থ্যসহ সকল পর্যায়ে মানুষের উন্নয়ন ঘটেছে। বিশেষ করে নারীদেরও ব্যাপক উন্নয়ন ঘটেছে। এ সময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর দেশে যখন ১০ মিলিয়ন কেজি চা উৎপাদন হতো তখন বিদেশে চা রফতানি হতো। আর এখন ৮০ মিলিয়ন কেজি চা উৎপাদন হলেও তা রফতানি করা যাচ্ছে না। কারণ দেশের গ্রামগঞ্জের মানুষ এখন চা পান করছে। এক হাতে মুঠোফোন আর এক হাতে চায়ের কাপ সামনে টেলিভিশন, বসে বসে দেখে। কী সুন্দর বাংলাদেশ। রূপসী বাংলাদেশ। মন্ত্রী বলেছেন, ভোলার সবচেয়ে বড় সমস্যা ছিল নদী ভাঙন। প্রধানমন্ত্রীর কারণে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয় করে ভোলাকে নদী ভাঙন থেকে রক্ষা কারতে পেরেছি। নদী ভাঙন রোধ করা আমার একটি স্বপ্ন ছিল। সৎ স্বপ্ন আল্লাহ পূরণ করেন। আমার আর একটি স্বপ্ন হচ্ছে ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা হলে মূল ভূখ-ের সঙ্গে ভোলা যুক্ত হবে। ভোলার জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংরক্ষিত আসনের মহিলা এমপি মমতাজ বেগম। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সহধর্মিনী মিসেস আনোয়ারা তোফায়েল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা পৌরমেয়র ও জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ প্রমুখ।
×