ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেলিগ্রাম এ্যাপ বন্ধ করছে রাশিয়া

প্রকাশিত: ০৪:২২, ৮ এপ্রিল ২০১৮

টেলিগ্রাম এ্যাপ বন্ধ করছে রাশিয়া

রাশিয়াতে টেলিগ্রাম মেসেজিং এ্যাপ বন্ধ করতে আইনী প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। রাশিয়ার মিডিয়া এ্যান্ড টেলিকমিউনিকেশনসের ফেডারেল নির্বাহী সংস্থা রস্কোম্নাজদরের পরামর্শে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। টেলিগ্রামের রাশিয়ান ব্যবহারকারীদের মেসেজিং পর্যবেক্ষণের জন্য প্রবেশাধিকার চেয়েছিল দেশটির সরকার। এ জন্য ৪ এপ্রিল পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছিল তারা। কিন্তু দুবাইভিত্তিক এ্যাপটি এতে সাড়া দেয়নি। প্রবেশাধিকারের অনুরোধ নাকচ করে দিয়ে টেলিগ্রাম জানায়, যেভাবে এই সেবাটি নির্মাণ করা হয়েছে তাতে অন্য কারও এতে প্রবেশের সুযোগ নেই। মূলত রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থা এফএসবি টেলিগ্রামে প্রবেশাধিকার চায়। ভবিষ্যত সন্ত্রাসী হামলা ঠেকাতে এ্যাপ ব্যবহারকারীদের বার্তা আদান-প্রদানে নজর রাখতেই এমন চাওয়া তাদের। কিন্তু টেলিগ্রাম নিজেদের সিদ্ধান্তে অনড়। এফএসবি-এর অনুরোধেই আইনী প্রক্রিয়ায় যাওয়া হচ্ছে। টেলিগ্রাম আইন লঙ্ঘন করছে। -অর্থনৈতিক রিপোর্টার বগুড়া সঞ্চয় অফিসের সাফল্য চলতি অর্থবছর শেষ হওয়ার অনেকটা আগে বগুড়া সঞ্চয় অফিস/ব্যুরো নির্দিষ্ট টার্গেটের চেয়ে অনেক বেশি অর্জন করেছে। সাফল্যের এমন ধারাবাহিকতায় শনিবার বগুড়ায় জাতীয় সঞ্চয় সপ্তাহ শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্ত্তী, জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক হোসনে আরা বেগম। সঞ্চয় আপনার ও জাতির সমৃদ্ধ আনে, সঞ্চয় করুন দেশ গড়ুন স্লোগানকে সামনে রেখে এবারের সঞ্চয় সপ্তাহ শুরু হয়েছে। হোসনে আরা বেগম অনুষ্ঠানে জানান, চলতি অর্থ বছরে বগুড়া সঞ্চয় অফিস ও ব্যুরোর জন্য টার্গেট দেয়া হয় ১শ’ ২৫ কোটি টাকা। এ বছর মার্চ শেষে অর্জিত হয় ১শ’ ৬৫ দশমিক ১৬ কোটি টাকা। অর্থবছর শেষে এই অর্জন আরও বাড়বে। -স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস
×