ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অবৈধ অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন

প্রকাশিত: ০৪:১৩, ৮ এপ্রিল ২০১৮

অবৈধ অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্রাম্পের ফোন পেয়ে মেক্সিকো সীমান্তে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে দেশটির টেক্সাস রাজ্য সরকার। ন্যাশনাল গার্ডের একজন মুখপাত্র জানান, তাদের আড়াই শ’ সদস্যকে ওই এলাকায় ৭২ ঘণ্টা টহল দেয়ার জন্য পাঠানো হয়েছে। টেক্সাসের পাশের রাজ্য আরিজোনাও আগামী সপ্তাহে মেক্সিকো সীমান্তে দেড় শ’ সেনা মোতায়েন করবে বলে জানা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তাঁর প্রস্তাবিত সীমান্ত প্রাচীর তৈরি না হওয়া পর্যন্ত মেক্সিকো সীমান্ত নিরাপত্তা নিñিদ্র রাখতে সেখানে অন্তত ৪ হাজার সেনা মোতায়েন রাখবেন তিনি। মেক্সিকো সীমান্ত সংলগ্ন অপর দুটি রাজ্য নিউ মেক্সিকো এবং ক্যালিফোর্নিয়াকেও টেক্সাস এবং আরিজোনার মতো পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়াও শুক্রবার, মার্কিন প্রেসিডেন্ট তার কঠোর এ্যান্টি-ইমিগ্রেশন নীতির অংশ হিসেবে ধরে ছেড়ে দেয়ার অনুশীলন শেষ করার পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিশেবে নির্বাচিত হয়ে অবৈধ অভিবাসীদের আটকের পর তাদের মুক্তি না দিয়ে শুনানি শেষে দেশ থেকে বের করে দেয়া বা ডিটেনশানে রাখার নীতি নিয়েছেন প্রেসিডেন্ট ট্র্রাম্প। অবৈধ অভিবাসী ঠেকাতে তিনি দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সামরিকসহ অন্যান্য যেসব ব্যবস্থা রয়েছে তার বিস্তারিত তালিকা চেয়ে পাঠিয়েছেন। গত এক সপ্তাহে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ, এবং দেশটির সীমান্ত উন্মুক্ত করে দেয়াসহ মাদক, এবং অপরাধ বাড়ার জন্য তার প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের দায়ী করেন। যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপদ করার জন্য এর আগের দুইজন প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলেন। সীমান্তের শেষ সীমা প্রহরার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা শত শত সেনা পাঠিয়েছিলেন। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সীমান্তে অপারেশন জাম্প স্টার্ট শুরু করেছিলেন আর তাতে বর্ডার টহল জোরদার করার জন্য হাজার হাজার সেনা পাঠিয়েছিলেন। মেক্সিকো সীমান্তে একটি বড় ও সুন্দর দেয়াল বানাবেন, এটি ছিল ট্র্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। কিন্তু এখনও পর্যন্ত সিনেট ও কংগ্রেসে পর্যাপ্ত সমর্থন বিষয়ে বড় কোন অগ্রগতি হয়নি।
×