ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আন্দোলনের মুখে চবির দুই আবাসিক শিক্ষকের পদত্যাগ

প্রকাশিত: ০৭:০০, ৫ এপ্রিল ২০১৮

আন্দোলনের মুখে  চবির দুই  আবাসিক  শিক্ষকের  পদত্যাগ

চবি সংবাদদাতা ॥ ছাত্রীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের দুই আবাসিক শিক্ষক। এই দুই শিক্ষক হলেন অর্থনীতি বিভাগের রুনা সাহা এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জিয়াউর রহমান। বুধবার তারা পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছেন হলের প্রভোস্ট প্রফেসর ড. আবুল কাশেম। শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, অসহযোগিতা ও স্বেচ্ছাচারী আচরণের জন্য তাদের বিরুদ্ধে তিন দিন ধরে আন্দোলন করে আসছিলেন খালেদা জিয়া হলের ছাত্রীরা। শিক্ষিকা রুনা সাহা গত রবিবার বাংলা বিভাগের শিক্ষার্থীর সিট বাতিল করে দিলে হলে অবস্থানরত প্রভোস্টকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, নিজের পছন্দের শিক্ষার্থীকে সিট দেয়ার জন্য ফারজানা ইয়াসমিনকে ছাত্রী সংস্থার তকমা দিয়ে তার হলের সিট বাতিল করেন রুনা সাহা। এ ছাড়াও বর্ণালী বড়ূয়া নামের এক ধর্মান্তরিত শিক্ষার্থীর সঙ্গে বিমাতাসুলভ আচরণের অভিযোগ ওঠে এই শিক্ষকের বিরুদ্ধে। পরে প্রক্টর লিটন মিত্রের উপস্থিতিতে তাকে মুক্ত করা হয় । কিন্তু দাবি দাওয়া আদায় না হওয়ায় তারা টানা আন্দোলন চালিয়ে যেতে থাকে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার পদত্যাগপত্র জমা দিয়েছেন ঐ দুই আবাসিক শিক্ষক।
×